@jeon_shurkook_writer: ইস্কুল এর থেকে একটু দূরে দলবল নিয়ে বসে আছে jungkook তার ছোট পরি টাকে একটা বার দেখার জন্য। কিন্তু তার কোন খবর ওই নেই। ইস্কুল ছুটি দিয়ে দিয়েছে কিন্তু তার কোন খবর নেই… Jk : কি রে ভাই আজকে কি আসে নাই নাকি। আমার জানটা কি অসুস্থ ইস্কুল এর আসে নাই!? অস্থির গলায় জিজ্ঞেস করলো jungkook… soobin : না আসছে। Iu এর কাছে জিজ্ঞেস করছিলাম। Jk : তাহলে,তাহলে এতো দেরি হচ্ছে কেনো ইস্কুল ছুটি দিয়েছে পাক্কা ১০ মিনিট আগে। এখনো তাহলে বের হয় নাই ইস্কুল থেকে? jungkook এই কথা বলতে বলতেই রাস্তার দিকে চোখ যায় তার। সাদা ইস্কুল ড্রেস এ লম্বা চুল বেনি করা। দুইটা মেয়ে হেঁটে আসছে… sehun : ওইতো ভাবি চলে আসছে…-একটু মজা করেই কথা টা বলে সে- jungkook এক মনে তাকিয়ে আছে তার ছোট পরি টার দিকে। Iu তো jungkook কে দেখে Yn কে খুচাতে শুরু করে দিয়েছে। কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই এখন এখান থেকে পালাতে পারলে বাঁচে সে। কেনো জানি তার jungkook এর সামনে গেলে ভয় করে আর করবেও না কেনো এলাকার চেয়ারম্যান এর ছেলে এলাকার বড় ভাই নামেই পরিচিত তার উপর তার আবার রাগ সব সময় নাকের ডগায় থাকে। কখন জানি ঠাস করে একটা গালে বসিয়ে দেয় তার। এইটাই প্রথম না। এমন প্রায় jungkook এখানে বসে আড্ডা দেয়। Iu আগে আগে গিয়ে jungkook এর সাথে কথা বলতে থাকে… Iu : কেমন আছেন jungkook ভাইয়া। Jk : এইতো এখন অনেক ভালো আছি। তুই কেমন আছিস। Iu : হুম ভালো। আচ্ছা আমি যাই হে মা আবার বকাবকি শুরু করবে। Iu বলেই হাটা শুরু করে। Yn ও মাথা নিচু করে Iu এর পিছনে হাটা ধরে… Jk : এই তুই কোথায় যাচ্ছিস…দাঁড়া 😒 jungkook Yn এর বেনি ধরে কথাটা বললো। jungkook এর এমন কথা Yn এর গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো। সেখানেই দাঁড়িয়ে পরলো সে আর আগাতে পারছে না। jungkook এগিয়ে এসে Yn এর সামনে দাঁড়ায়। আর তোমাকে দেখতে থাকে… Jk : তোকে কি আমি যেতে বলছি!? Yn : ন-না। কি-কিছু বলবেন ভাইয়া। Jk : তোর কোন জন্মের ভাই আমি শুনি 😒 তুই যে আমারে ভাইয়া ডাকস!! Yn :…… Yn এর মুখ ফেকাসে হয়ে গেছে তা দেখে jungkook বলে… Jk : শরীর খারাপ নাকি তোর!!? Yn : ন-না। Jk : তাহলে মুখটা এমন ফেকাশে হয়ে আছে কেনো! Yn : ক-কই নাতো।। jungkook তোমার দিকে তাকিয়ে আছেই আর কোনো কথা বলছে না। Yn : য-যাই আমি আম্মায় বকবো। দেরি কইরা গেলে।🙂 jungkook এর যে এই একটু দেখায় মন ভরে নাই। Jk : হুম যা। জাংকুক এর কথাটা বলতে দেরি হলেও yn এর দৌড় দিতে দেরি হয়নি। জাংকুক বুকে হাত দিয়ে yn এর যাওয়ার দিকে তাকিয়ে থাকে Sehun : এই যাহঃ চলে গেলো? কিন্তু এই একটু দেখাতে যে আমার ভাই এর মন ভরেনি 🥹 jungkook মাথা চুলকাতে চুলকাতে বলতে শুরু করলো… Jk : কি যে মায়ায় ফালাইছিস তুই বেনিওয়ালি। তোকে না দেখে থাকতেই পারিনা। আর তুই কিনা আমার সামনে এসে আমার সাথে ভয়ে কথাই বলতে চাস না। আবার ভাইয়া ডাকস। হইতে চাই ছাইয়া তা রেখে তুই ডাকস ভাইয়া 🙂 । তোকে একদিন আমার কাছে ধরা দিতেই হবে বেনিওয়ালি। ৫ টা বছর ধরে যে আমি তোর জন্য অপেক্ষা করে ভিতরে ভিতরে জ্বলছি তা শুধে আসলে আদায় করবো আমি। আহ আর সহ্য হয়না কেনো যে তুই ছোট হতে গেলি একটু বড় হলে কিবা ক্ষতি হত 😫 soobin : jungkook ভাই এখন চলো আন্টি ফোন দিয়ে পাগল করে ফেললো। তার ছেলেকে কেনো বাড়ি পাঠাচ্ছি না। সে তো আর জানে না তার ছেলে এক পিচ্চি মেয়ের জন্য পাগল তাকেই দেখতে এসেছে। sehun : হ্যাঁ jungkook । শহর থেকে এসে তো আর বাড়ি যাস নাই। সোজা এখানে চলে আসছিস। এখন বাড়িতে চল। আন্টি নয় আমাদের ভর্তা করে ফেলবে। continue..?! 500+ cl for next part #part_1 #ff #❦ ︎এলাকার_বড়_ভাই❦︎ #ff_writer_shurovi #fyp #viral #angel_ko0kiiee #jeon_shurovi_editor #glowmyaccount #jeon_ff_writer #video #ff