💦🇦 🇱 🇦 🇲 🇮 🇳 💦 :
:অচেনা থাকলেই বোধহয় ভালো ছিলো,না থাকতো এতো গল্প, না থাকতো এত পরিণতি।
বিশ্বাস আনালে,তারপর একদিন হোট করে কথ বদলালে।
অন্তত জিবনে আকাশটা ছিলো শান্তি, হঠাৎ তুমি এলে, রঙিন করলে,,,,,তারপর সে আলোর ছায়া গেঁথে, অন্ধকার বানালে,পরিচিতি হয়ে,সপ্ন শুনিয়ে,শুন্যতা দিলে,ভালোবাসার নাম জরে প্রতারণা শিখালে,আজ বুজি তুমি কখনো আপন ছিলেনা,শুন্যতার ওজন সবচেয়ে বেশি হয়,এটা হৃদয়ে বসলে কখনো নামাতে যায় না, মাঝে মাঝে ভাবি, তুমি যদি কেবল অচেনা হতে, তাহলে অনন্ত মনে এই গভির শূন্যতা থাকতো না, ভালো থাকতাম হয়তো সত্যি ভালো থাকতাম
2025-05-13 19:17:49