❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"সব হাসিতে খুশি থাকে না..."
সবাই ভাবে হাসি মানেই সুখ, মানেই ভালো থাকা। কিন্তু অনেক সময় সেই হাসির আড়ালে থাকে অব্যক্ত কষ্ট, চাপা কান্না, না বলা গল্প। কেউ যখন প্রাণ খুলে হাসে, সবাই ভাবে সে হয়তো জীবনের সব দুঃখ ভুলে সুখেই আছে। কিন্তু কেউ কি কখনো ভাবেনি, হয়তো সেই হাসিটাই তার বেঁচে থাকার শেষ চেষ্টা?
কখনো কখনো আমরা এমনভাবে হাসি, যেন আমাদের ভেতরে কোনো ঝড় নেই। যেন রাতভর ঘুমহীন চোখে জেগে থাকা মনটা একটুও ক্লান্ত না। যেন বুকের ভিতরের ভারগুলো সব হালকা হয়ে গেছে। অথচ সত্যিটা ঠিক উল্টো।
অনেক সময় হাসিটাই হয় একমাত্র অস্ত্র—নিজেকে শক্ত রাখার, দুঃখ ঢাকার, সমাজের প্রশ্ন থেকে নিজেকে বাঁচানোর।
জীবনে এমন সময় আসে, যখন কাঁদার জায়গাটুকু পর্যন্ত হারিয়ে যায়। তখন নিজের কষ্টগুলোকে হাসিতে ঢেকে ফেলতে হয়। সবাই ভাবে, “কি মজার ছেলে/মেয়ে!” কেউ বোঝে না, সেই মজার ছেলেটাই হয়তো একা রাতে কাঁদে, নিঃশব্দে।
তাই বলি, কাউকে দেখে শুধুমাত্র তার মুখের হাসি দিয়ে বিচার করবেন না। কারো ভেতরের যুদ্ধ আপনি দেখেননি। প্রতিটা হাসির পেছনে একটা গল্প থাকে, আর কিছু গল্প থেকে যায় না বলা...🙂💔
2025-06-27 08:49:08