@bushratjahan027: "একাকীত্ব আমার কাছে ভয়ংকর নয়— বরং অসম্ভব সুন্দর। সব কাজ, পড়ালেখা আর দায়িত্বের শেষে, আমি যখন একটুখানি সময় পাই, সেটা নিজের জন্যই তুলে রাখি। এই সময়ে কারো সঙ্গের প্রয়োজন হয় না— কারণ আমি নিজেই নিজের সবচেয়ে কাছের সঙ্গী। মাঝেমধ্যে ফোনে নোটিফিকেশন বেজে ওঠে— সেগুলো এড়িয়ে যাই, কিন্তু মানুষগুলোকে না। শুধু নিজের জগতে মগ্ন থাকি বলে অনেকেই ভাবে, আমি এড়িয়ে যাচ্ছি, অহংকারী হয়ে গেছি। কিন্তু আসলে তা না— নিজেকে সময় না দিলে, একসময় নিজেকেই হারিয়ে ফেলতে হয়। একা থাকি বলেই নিজেকে খুঁজে পাই— আর সেটাই আমার সবচেয়ে বড় কমফোর্ট।" #aesthetic #alone #Love #rain