আল্লাহর বান্দা,🤲🏽 :
@আল্লাহর বান্দা,🤲🏽::মনে রাখবেন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিন্তু দেখে,ঘুম নাই চোখে থাহলে আর নয় চিন্তা,আপনার জন্য নিয়ে এসেছি,অল্প পড়বেন,আর বেশি সওয়াব,থাহলে পড়েন সুবাহানাল্লাহ (মাএ 33 বার) আলহামদুলিল্লাহ (মাএ33 বার) আল্লাহ আকবার, (মাএ 33 বার)এখন ঘুমান, না দাড়ান, দুরুদ শরীফ পাঠ করেন মাএ চারবার,সূরা ফাতেহা পাঠ করেন মাএ,সাতবার,আর সূরা ইখলাশ পড়েন মাএ নয়বার,এবার ঘুমান,একটু বেশি পড়লে বেশি লাভ,বলেন লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ,সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ রব্বীয়াল আলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,হুম এইবার ঘুমান,আল্লাহ হাফেজ,আর ভালো একটা কথা বলতে বুলে গেছি,মনে রাখবেন মহান আল্লাহ তাআলা কিন্তু সব সময় আমাদের দেখে আলহামদুলিল্লাহ,তাই আমাদের উচিত ভালো কাজ করা,এবং খারাপ কাজকে নিষেধ করা,আল্লাহ ভয় মনে রাখা,আমরা অনেকেই জানি না ফরজ গোসল কি,ফরজ গোসল হলো গোসল করার সময় নিজেকে পবিত্র করে নেয়া,ফরজ গোসলের তিন ফরজ, এই তিনটি হলো( এক,ভালো করে তিনবার কুলি করা,দুই,তিনবার নাকের নরম জায়গা পর্যন্ত দ্রুত করা,আর তিন,তিনবার ভালো করে সারা মুখ দ্রুত করা,এবং সারা শরীল ভালো করে দ্রুত করা,প্যান্ট পড়লে হাঁটুর নিছে আর টাকনুর উপরে পড়বো ইনশাআল্লাহ,হারাম কাজ করবো না,আর হলুদ কাপড় আর লাল কাপড় পড়া হারাম হারাম,পড়বো না,হে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন,আমিন আমিন আমিন, সবসময় মহান আল্লাহকে ডাকবো তিনি ছাড়া আমাদের আর কেও নেই, তিনি আমাদের সৃষ্টি কর্তা,তিনি সব দেখে আমাদের ভালো কাজ,আর খারাপ কাজ সব,তাই ভালো কাজ করেন আর খারাপ কাজকে নিষেধ করেন,দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদের হেদায়েত দিবে,ইনশাআল্লাহ,বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার,আমরা দাঁড়ি রাখবো ইনশাআল্লাহ,দাঁড়ি পালানো যাবে না,মনে রাখবো আমাদের নবী রেখেছিলেন আমরাও রাখবো,আল্লাহ হুকুম মানেন আল্লাহকে ভয় করেন,কাওকে ভালোবাসলে মহান আল্লাহ তাআলার জন্য বাসো,হারাম কাজ করবো না,মনে রাখবো আমরা থাতে আল্লাহ ওখুশি হয়,আমাদের কাজ হবে একটা আল্লাহকে খুশি করা,আমরা না মুসলিম আমাদের তো রব আছে,আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি থাহলে আলহামদুলিল্লাহ,মহান আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়া গুছিয়ে দিবে ইনশাআল্লাহ,মনে রাখবো আমরা মোবাইলে টাকা দিয়ে গেম কেলে টাকা ইনকাম করা হারাম,টাকা দিয়ে আমরা যা খেলি না কেনো তা হবে হারাম,আপুরা আপনারা যারা মাথার চুল দিকিয়ে চলেন আপনারা মনে হয় বুলে গেলে কিয়ামতের কথা এক একটা চুল সাপ হয়ে আপনারে কামড়াবে,আল্লাহকে ভয় করেন,আপনারা শয়তানে কাজ করবেন না,🤲
2025-07-13 05:33:18