𝑯ᕙ🫀 :
তোমার আসার কথা ছিল, তুমি আসলে না!
ভালোবাসলে না, পাশে বসলে না, কথা শুনলে না! অথচ সব বিবর্ণ দিন কাটিয়ে আমার কাছে আসলে না। দিন ফুরাবার আগে, তাকিয়ে দেখলে না আমায়। এমন অনিশ্চিত অপেক্ষায় তোমার আসার আর কোনো সম্ভাবনা আমি দেখছি না!
তুমি আসবে না বললে, আমি এতদূর একা পথ হেঁটে হেঁটে ক্লান্ত হয়েও তোমার কাঁধে একটুখানি বিশ্রামের আশায় বসে থাকতাম না। এভাবে নিছক মিথ্যা প্রতিশ্রুতিতে কে বসে থাকে অপেক্ষায়?
দিন ফুরিয়ে সন্ধ্যা এলো, রাত গড়িয়ে সকাল। আমার ফেরার ভীষণ তাড়া। আমাকে যেতে হবে বহুদূর একা পথে নিঃসঙ্গ আঁধারে। তুমি বুঝলে না, কাছে আসলে না, ভালোবাসলে না।
আগুনের দিন শেষ হয় একদিন। তবে যে ভালোবাসা মানুষ হেলায় হারায়, সেই ভালোবাসা কভু ফিরে আসে না। জীবনে মানুষ আসে, মানুষ যায়। সবাই তো আর ভালোবাসতে কাছে আসে না।
তোমার আসার কথা ছিল, পাশে বসে গল্প করার কথা ছিল। একসাথে রিক্সায় বসে শহর দেখার কথা ছিল। আমি এসেছিলাম, শুধু তুমি আসোনি, কথা রাখোনি! সব ব্যস্ততা, অসুখকে বুড়ো আঙুল দেখিয়ে আমি তো এসেছিলাম তোমার পথে। শুধু তোমায় দেখবো বলে, কতদিন পর ভালোবাসবো বলে আমি সব অজুহাত ভুলে তোমার পথে নিঃসঙ্গ একা দাঁড়িয়ে। তোমার কোনো সাড়া নেই!আমার এবার ফিরতে হবে, যেতে হবে বহুদূর। মরণের আগে ফের যদি দেখা না হয়, তবে বুঝে নিও অভিমান জমে জমে ব্যাথারা ক্লান্ত! আমিও আর আসবো না, ভালোবাসবো না, কথা বলবো না আর। আমি একা, সেই কবে থেকেই নিঃসঙ্গ আঁধারে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে তোমার দিকে তাকিয়ে আছি। তোমার বুক, তোমার কাঁধে আমার শেষ আশ্রয় হবে বলে আমি পৃথিবীর আর কোথাও খুঁজিনি কো আশ্রয়।
2025-07-18 20:38:23