°Ŝǝ𝚢ᴧ𝖒 :
তবে কি, আমার জন্মই হয়েছিল তোমাকে না-পাওয়ার আক্ষেপ বয়ে বেড়ানোর জন্য? তুমি এলে না, অথচ আমি অপেক্ষা করলাম সময় থেমে থাকল, দিন বদলাল, মানুষ বদলাল, "শুধু বদলায়নি আমার ভালোবাসার ঠিকানা। তোমার নামটা মুছে ফেলতে পারিনি, হয়তো চেষ্টাও করিনি কখনো, কারণ এই কষ্টের মধ্যেই ছিল এক অদ্ভুত শান্তি... তোমায় না-পাওয়ার কষ্ট!! জীবন অনেক কিছু দিয়েছে, কিন্তু যাকে চেয়েছিলাম, সে ছিল সব কিছুর বাইরে, সেটা একমাত্র 'তুমি'। তোমার হাসি, তোমার অনুপস্থিতি, সব কিছু যেন মিশে গেছে আমার অস্তিত্বে; তুমি না থেকেও রয়ে গেছো, আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্বপ্নে, প্রতিটা না বলা কথায়। কখনো মনে হয়, আমি জন্মই নিয়েছিলাম সেই একটামাত্র উদ্দেশ্যে- তোমাকে গভীরভাবে ভালোবাসা আর সারাজীবন তোমাকে না-পাওয়ার বেদনায় বাঁচা..!!
2025-07-19 13:49:46