ভাই আমি যখন কলেজে ওঠে হস্টেলের চলে গেছিলাম আমি চলে আসার কারনে আম্মু চার দিন কিছু খায় নাই আমিও অনেক মিস করছি আর আজকে ২ মাস হয়ছে প্রবাসে আসছি আমার মা আমার সাথে বলতে গেলেই কান্না করে ভালো করে কথাও বলতে পারে না আমি আমার জীবনে সবচেয়ে খারাপ সময় পার করতাছি টাকা পয়সা থাকলে আমার আম্মু আমার পাশে নাই এই শূন্যতা আমারে সুখ দিতে পারে না অনেক মিস করি আম্মুকে 💔☺️
2025-08-09 04:55:58
1
Forhad :
শখের প্রবাস 🥹🥲:যেদিন মেডিকেল করতে গিয়েছিলাম, সেদিন আকাশে বিমান দেখে মনে অনেক আনন্দ হচ্ছিল, মনে মনে ভেবেছিলাম আমিও বিমানে উঠবো। মনের ভিতর আনন্দ ছিল অনেক, তারপর যখন ভিসা বের হল, তখন থেকেই কেন জানিনা মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। মনে মনে ভাবতাম বাবা-মা ভাই-বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। " এই ভেবে রাত্রি বেলা বসে বসে কান্না করতাম। যখন আমার বিদেশ আসার ডেট হয়ে গেল। তখন আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম, আর যেদিন বিমানে উঠলাম সেদিন আমার মুখ থেকে হাসি গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। বিমানে ওঠে জানালা ধারে বসে নিজেকে নিজেই প্রশ্ন করলাম আজ তো আমার আনন্দ পাওয়ার কথা... কিন্তু চোখের পানি কেন চলে আসছে....!! -আমি ভেবেছিলাম দিনটা খুব আনন্দের হবে, কিন্তু বিশ্বাস করেন আমার জন্মের পর থেকে এরকম জঘন্য দিন আমার জীবনে আসেনি....!🥺🥺🥺🥺🥺😭😭
2025-08-16 10:56:44
1
جيه اتش بيبول :
এ প্রবাসের মাটিতে অসুস্থ হলে বুঝা যায় মা তোমাকে কতটা প্রয়োজন