@hridoyataur: কখনও কখনও মনে হয়- বৃষ্টি আমাকে মুক্তি দেয়। কারণ তখন আমি অঝরে কাঁদতে পারি, আর কেউ বুঝতে পারে না, চোখের কোনটা বৃষ্টির জল, কোনটা আমার কান্না। এই ভেজা আকাশের নিচে দাঁড়িয়ে, আমি আমার সব দুঃখ ঢেলে দিই মাটির বুকের ভেতর, হয়তো সে-ই একমাত্র বোঝে, মানুষের ভেতরের ব্যথার ভাষা। আসলে বৃষ্টি শুধু ভেজায় না, সে লুকিয়ে রাখে আমার ভাঙা হৃদয়ের গোপন সুরও। _____________________________