@zw6o: #fyp #foryou #الشعب_الصيني_ماله_حل😂😂 #تبوك_الورد_تبوك_تيماء_ضباء_حقل #تبوك

برهوم باشا 🖤.
برهوم باشا 🖤.
Open In TikTok:
Region: SA
Saturday 06 September 2025 01:25:10 GMT
8149
115
4
2

Music

Download

Comments

3li_gohar
﮼جوهر 🇪🇬🔥 :
عارفها وبسلم عليك المره الجايه
2025-09-06 03:10:43
0
aaab_.8
B_79 :
م تبغا ناخذه نهتم فيه دامه واقف 😂😂 الله يبارك لك فيه
2025-09-06 06:55:41
0
ii4iilo
ᴋ ʜ ᴀ ʟ ᴇ ᴅ 📸. :
عواد اريبيا
2025-09-24 21:42:38
0
To see more videos from user @zw6o, please go to the Tikwm homepage.

Other Videos

তোমার আগমনে আমি পেয়েছিলাম ক্ষণিকের আনন্দ -হয়তো কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিলো, আমার জীবনের সমস্ত অন্ধকার মিলিয়ে গেছে। তুমি এসেছিলে হঠাৎ করেই, আমার নিঃসঙ্গতা ভেঙে, আমার ভেতরের ভাঙা অংশগুলোতে যেনো নতুন আলো জ্বেলে দিয়েছিলে। কিন্তু সেই আলো বেশিক্ষণ স্থায়ী হলো না। তুমি যত দ্রুত এসেছিলে, তার থেকেও দ্রুত তুমি চলে গেলে। আর তোমার চলে যাওয়ার পর যে শূন্যতা রয়ে গেলো, তা এত গভীর, এত বেদনাদায়ক যে, তার বিষণ্ণতা আমার রুহ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তুমি জানো? মানুষ যখন কাউকে হারায়, তখন কেবল একজন মানুষকে হারায় না-সে হারায় তার আশা, তার বিশ্বাস, তার হৃদয়ের সবচেয়ে প্রিয় জায়গাটুকু। ঠিক সেভাবেই তোমার বিদায় আমার ভেতরের সমস্ত রঙ কেড়ে নিয়েছে। চারপাশের মানুষের ভিড়ের মাঝেও আমি এখন নিঃসঙ্গ। তাদের হাসি, তাদের আনন্দ, সবকিছুই এখন কেবল এক অচেনা শব্দের মতো লাগে। কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় যে মানুষটা ছিলো, সে আর নেই। তুমি ছিলে আমার জীবনের এক অসমাপ্ত কবিতা, এক অপূর্ণ স্বপ্ন। তোমাকে হারানোর পর আমি শিখেছি-সবচেয়ে বড় কষ্ট হলো সেই মানুষটাকে হারানো, যাকে আমরা ভেবেছিলাম কখনো হারাবো না। তোমার সাথে কাটানো সেহ অল্প কিছু মুহূতের স্মৃতি আজও আমাকে তাড়া করে ফেরে। যতই ভুলতে চাই, ততই মনে হয় তুমি আমার রক্তের সাথে মিশে গেছো। আমি বুঝেছি, ভালোবাসা কখনো কখনো মানুষকে এমনভাবে ভেঙে দেয় যে, আর দাঁড়ানোর শক্তি থাকে না। তোমাকে হারিয়ে আমি শুধু তোমাকেই হারাইনি, আমি হারিয়েছি আমার শান্তি, আমার ভরসা, আমার সেই হাসিটা-যেটা শুধু তোমার জন্যই ছিলো। আজ আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু মনে হয় আমি আর পুরোপুরি জীবিত নই। তোমার অনুপস্থিতি আমার প্রতিটি নিঃশ্বাসকে ভারী করে দেয়। তুমি এসেছিলে আমার জীবনে ক্ষণিকের অতিথি হয়ে, কিন্তু তোমার বিদায় আমার জীবনের সবচেয়ে দীর্ঘ বেদনা হয়ে রয়ে গেলো। তুমি হয়তো এগিয়ে গেছো তোমার জীবনে, নতুন গল্প লিখছো অন্য কারো সাথে। অথচ আমি এখনো আটকে আছি তোমার স্মৃতির দেওয়ালে, যেখানে প্রতিদিন তোমার নাম উচ্চারণ করেই আমি ভেঙে পড়ি। তুমি যদি জানতে, তোমার এই চলে যাওয়া আমাকে কতটা ভেঙে দিয়েছে! তুমি যদি একবার আমার বুকের ভেতরের হাহাকার শুনতে, তাহলে হয়তো বুঝতে পারতে, তোমার অনুপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড শাস্তি...!😅❤️‍🩹 #viral #fyp #foryou #caption #creatosearchinsinghts @Tik Tok Bangladesh
তোমার আগমনে আমি পেয়েছিলাম ক্ষণিকের আনন্দ -হয়তো কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিলো, আমার জীবনের সমস্ত অন্ধকার মিলিয়ে গেছে। তুমি এসেছিলে হঠাৎ করেই, আমার নিঃসঙ্গতা ভেঙে, আমার ভেতরের ভাঙা অংশগুলোতে যেনো নতুন আলো জ্বেলে দিয়েছিলে। কিন্তু সেই আলো বেশিক্ষণ স্থায়ী হলো না। তুমি যত দ্রুত এসেছিলে, তার থেকেও দ্রুত তুমি চলে গেলে। আর তোমার চলে যাওয়ার পর যে শূন্যতা রয়ে গেলো, তা এত গভীর, এত বেদনাদায়ক যে, তার বিষণ্ণতা আমার রুহ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তুমি জানো? মানুষ যখন কাউকে হারায়, তখন কেবল একজন মানুষকে হারায় না-সে হারায় তার আশা, তার বিশ্বাস, তার হৃদয়ের সবচেয়ে প্রিয় জায়গাটুকু। ঠিক সেভাবেই তোমার বিদায় আমার ভেতরের সমস্ত রঙ কেড়ে নিয়েছে। চারপাশের মানুষের ভিড়ের মাঝেও আমি এখন নিঃসঙ্গ। তাদের হাসি, তাদের আনন্দ, সবকিছুই এখন কেবল এক অচেনা শব্দের মতো লাগে। কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় যে মানুষটা ছিলো, সে আর নেই। তুমি ছিলে আমার জীবনের এক অসমাপ্ত কবিতা, এক অপূর্ণ স্বপ্ন। তোমাকে হারানোর পর আমি শিখেছি-সবচেয়ে বড় কষ্ট হলো সেই মানুষটাকে হারানো, যাকে আমরা ভেবেছিলাম কখনো হারাবো না। তোমার সাথে কাটানো সেহ অল্প কিছু মুহূতের স্মৃতি আজও আমাকে তাড়া করে ফেরে। যতই ভুলতে চাই, ততই মনে হয় তুমি আমার রক্তের সাথে মিশে গেছো। আমি বুঝেছি, ভালোবাসা কখনো কখনো মানুষকে এমনভাবে ভেঙে দেয় যে, আর দাঁড়ানোর শক্তি থাকে না। তোমাকে হারিয়ে আমি শুধু তোমাকেই হারাইনি, আমি হারিয়েছি আমার শান্তি, আমার ভরসা, আমার সেই হাসিটা-যেটা শুধু তোমার জন্যই ছিলো। আজ আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু মনে হয় আমি আর পুরোপুরি জীবিত নই। তোমার অনুপস্থিতি আমার প্রতিটি নিঃশ্বাসকে ভারী করে দেয়। তুমি এসেছিলে আমার জীবনে ক্ষণিকের অতিথি হয়ে, কিন্তু তোমার বিদায় আমার জীবনের সবচেয়ে দীর্ঘ বেদনা হয়ে রয়ে গেলো। তুমি হয়তো এগিয়ে গেছো তোমার জীবনে, নতুন গল্প লিখছো অন্য কারো সাথে। অথচ আমি এখনো আটকে আছি তোমার স্মৃতির দেওয়ালে, যেখানে প্রতিদিন তোমার নাম উচ্চারণ করেই আমি ভেঙে পড়ি। তুমি যদি জানতে, তোমার এই চলে যাওয়া আমাকে কতটা ভেঙে দিয়েছে! তুমি যদি একবার আমার বুকের ভেতরের হাহাকার শুনতে, তাহলে হয়তো বুঝতে পারতে, তোমার অনুপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড শাস্তি...!😅❤️‍🩹 #viral #fyp #foryou #caption #creatosearchinsinghts @Tik Tok Bangladesh

About