প্রেম :
ওই আসমানের মায়াবী নীল পরী,,কিভাবে একটা মানুষ এতটা সুন্দর হতে পারে রুপকথার গল্পের চেয়েও তুৃমি বেশি সুন্দর,তোমার ভয়ংকর সৌন্দর্যে আমি ঝলসে যাই প্রতিনিয়ত,মারাত্মক তোমার চোঁখের চাহনি,তোমার থেকে চোঁখ ফেরানোর সামর্থ্য নেই আমার,অসহায়ের মতো অপলক দৃষ্টিতে চেয়ে থাকি তোমার ওই হরিণ কাজল কালো মায়াবী দুটি চোখের দিকে,তোমার মুখের মায়াবী আভা চাঁদের আলোয় মেশা দেখলেই মনে হয় এ কোন স্বর্গীয় সৌন্দর্য খুঁজে পেলাম পৃথিবীতে,অপূর্ব দেখতে তোমার ওই মায়াবী দুটি চোখ,তোমার দিকে তাকালে চোখ ফেরাতে পারিনা, কি যাদু আছে ঐ চেহারাতে চুম্বকের মতো আকর্ষণ করে টানে,তোমার চোখের দিকে যখন তাকাই মনে হয় যেন এক গভীর শান্ত সাগরে হারিয়ে গেছি,পৃথিবীর সব ক্লান্তি সব চিন্তা সেই শান্ত দৃষ্টিতে মুহূর্তেই তলিয়ে যাই,সত্যি বলতে তোমার ঐ সিদ্ধ চাহনী আমার বুকের ভেতর যে কেমন যেন আলোকিত করে তোলে,এক নতুন ভালো লাগায় ভরে দেয় আমার হৃদয় জুড়ে,একটা মায়ায় কবিতা ফুটে ওঠে,আর তোমার মুখশ্রীময় দুটো চোখ ঠিক যেন দুটো জোছনার ফোঁটা,যেগুলো তোমাকে কোমল সৌন্দর্যকে আরো আলোকিত করে তোলে,তোমার ঠোঁটের নড়াচড়ায় সব মিলিয়ে যেন হৃদয় ছুঁয়ে যাওয়া এক নীরব রোম্যান্স,তুমি এক নীরব সৌন্দর্যের গল্প,যেটা শুধু চোখে দেখা যায় না,অনুভবেও বাঁধা পড়ে,পৃথিবীর সমস্ত সৌন্দর্য পলকে ছুঁয়ে যাক তোমার কোমল হৃদয় শান্ত হয়ে যাক তোমার অশান্ত হৃদয়
মরুভূমির বুকে ফুল ফুটুক তোমার ছোঁয়ায়,নীরব ভাষায় বলে যায় গল্প, যেন সন্ধ্যার বেলায় ভেসে আসে সুরের তরল তরঙ্গ,ওঠে হাসির ঢেউ, ঝিলমিল আলো,তোমার ঠোঁটের ছোঁয়ায় থামে কালো বর্ণহীন দিনও পায় রঙিন ব্যাখ্যা,তোমার একটুখানি চাহনিতে জেগে ওঠে সাক্ষ্য,
এই ঠোঁট কি কেবল রূপের বাহার না, এ যেন প্রেমের নিঃশব্দ ,তোমার ঠোঁটেই লুকানো কবিতার ছন্দ,প্রেমিকের হৃদয়ে সে তো অনুরণনের সন্ধ।❤
2025-10-05 08:03:24