Emon vai :
তোমাকে কীভাবে ভুলে যাবো..,তুমি যে আমার মায়ায় জড়ানো ভালোবাসা..জানো যখন মনে পড়ে তুমি নেই আমার ভেতরটা দুমড়ে মুছে উঠে..😅 এই পৃথিবীর কোন দুঃখ আমাকে এভাবে ভেঙে দেয়নি,, তবে তোমাকে হারানোর নিরব যন্ত্রণা আমার হাঁটু ভেঙ্গে দিয়েছে,,আমার আর উঠে দাঁড়ানোর সামর্থ্য নেই 🥲 আমি চাইলেও ভুলতে পারিনা, ভুলতে পারিনা তোমার করা স্পর্শ..আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তোমাকে ভুলে যাও,, কিন্তু তুমি ভুলতে পারো তুমি চাইলে মুছে ফেলতে পারো আমার অস্তিত্ব,,সে সাহস তোমার আছে,, তুমি কি আমার হবে এটা অসম্ভব তুমি কি আমার না এটা মানতে পারাটাও অসম্ভব,, তোমাকে দেখার তৃষ্ণা তোমাকে আমার আর মিটলো না, হয়তো সহস্র বছরেও মিটবে না,,চিহ্ন না দেখা গেলে মানুষ তো নিজের জন্মদাগও ভুলে যায়.. সেখানে তুমি তো আমায় নিশ্চিহ্নই করে দিলে,, 😅
2025-11-12 10:09:16