꧁༒☬🅹 🅰 🅷 🅸 🅳 ☬༒꧂ :
বুকের ব্যাথা বুকে থাক, শুধু দোয়া করি—এমন বেথা আর কেউ না পাক…”
কখনো কখনো জীবনের কিছু যন্ত্রণা এমন হয়, যা মুখে বলা যায় না, চোখে দেখানো যায় না, শুধু অন্তরের গভীরে চাপা পড়ে থাকে। হাসির আড়ালে লুকিয়ে থাকে কান্না, ভাঙা স্বপ্ন, অপূর্ণ চাওয়া, আর অজস্র না বলা কথা।
কেউ ভাবে, তুমি হাসছো মানে ভালো আছো। কিন্তু তারা জানে না, এই হাসির পেছনে কতটা যুদ্ধ, কতটা আত্মসংঘর্ষ, আর কতটা নিঃসঙ্গতা লুকিয়ে আছে।
এই বুকের ব্যাথাটা এমনই এক ব্যাথা—যা কাউকে দেখানো বলা যায় না, বোঝানো যায় না। শুধু অনুভব করা যায়… নিঃশব্দে, একা একা...!?❤️🩹😭🥺
2025-10-07 11:43:01