প্রিয়...! 🫶
তুমি জানো না, তোমাকে কতটা গভীরভাবে অনুভব করি আমি...তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা সেই শান্তি টা...তোমার চোখের একটু খানি মায়া— সবকিছুই যেন আমার হৃদয় আলাদা করে জায়গা করে নিয়েছে। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যাকে ছাড়া কোনো গল্পই সম্পুর্ন হয় না....!
তুমি চলে গেলে আমার চারপাশের সবকিছু ঠিকঠাক থাকলেও ভিতর ভিতর সব কিছু ভেঙে পরে। তোমার অনুপস্থিতি শুধু শূন্যতা নয়,এটা যেন একটা নিরব ব্যথা — যেটা আমি কারো সাথে ভাগ করতে পারি না, শুধু নিঃশব্দে বয়ে বেড়াই.....!
প্রতি দিন চোখ বন্ধ করলে তোমার মুখটাই ভেসে উঠে, মনে হয় যেন তুমি ঠিক আমার পাশেই আছো। কিন্তু চোখ খুললেই বাস্তবতার কঠিন দেয়ালটা সামনে এসে দাঁড়ায়......
তুমি শুধু আমার প্রিয় মানুষ নও....!
তুমি আমার অনুভুতির ঠিকানা, আমার ভালোবাসার নীরব প্রতিচ্ছবি, আমার প্রতিদিনের অজানা শক্তি, যদি পারও এই হৃদয়ের না - বলা কথা গুলো একবার গভীর ভাবে অনুভব করো. কারণ সেখানে শুধু "ভালোবাসি" নয়, আছে সারাজীবনের এক নিঃশর্ত প্রতিশ্রুতি.....!
2025-10-12 02:58:42
1
MD Mostafizur Rahman Alamin :
স্পর্শ আর চাহিদা বিহীন একমুঠো প্রেম চেয়েছিলাম, বিনিময়ে দিয়ে গেলে অফুরন্ত একবুক হাহাকার.! 💔