❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
আমি তো শুধু তাকে ভালোবেসেছিলাম, ভুল করিনি... ভুলটা ছিলো তার না বোঝাটা।"
ভালোবাসা কি কখনো অপরাধ হতে পারে? আমি তো শুধু এক মুঠো ভালোবাসা দিয়েছিলাম— নিঃশর্ত, নিঃস্বার্থ। সেই ভালোবাসায় কোনো হিসাব-নিকাশ ছিল না, কোনো চাওয়া-পাওয়ার হিসেব ছিল না। আমি তাকে দিয়েছিলাম আমার সমস্তটা— আমার সময়, আমার আবেগ, আমার নিশ্বাসের কিন্তু সে বুঝতে পারেনি, এই ভালোবাসার দামটা কতটা বেশি।
আমার ভুলটা কোথায়? কি আমি বেশি ভালোবেসে ফেলেছিলাম? নাকি তার মনটা খুবই ছোট ছিল, যে আমার বিশাল ভালোবাসাকে ধারণ করতে পারেনি? সে হয়তো ভেবেছিল, এই ভালোবাসা কোনো weakness, কোনো প্রয়োজন। কিন্তু আসলে তো এটাই ছিল আমার সবচেয়ে বড় strength, আমার জীবনের সবচেয়ে সুন্দর দান।
সে আমার ভালোবাসাকে হয়তো ভুল বুঝেছে। ভেবেছে, এটা হয়তো তার প্রতি আমার obsession, বা এক ধরনের weakness। কিন্তু আসলে তো এটা ছিল purest feeling, যে feeling-টা জীবনে খুব কম মানুষই পায়। সে চাইলে এই ভালোবাসা দিয়ে সারা জীবন সুখে থাকতে পারত। কিন্তু সে বেছে নিয়েছে অন্ধ থাকতে, না বোঝার পথকে আঁকড়ে ধরতে।
আমি আজও বিশ্বাস করি, ভালোবাসা কোনো ভুল নয়। ভুলটা তখনই হয়, যখন কেউ সেই ভালোবাসার মূল্য দিতে না চায়। ভুলটা তার চোখে ছিল, যে চোখ দিয়ে সে দেখতে পারেনি আমার ভালোবাসার গভীরতা। ভুলটা তার হৃদয়ে ছিল, যে হৃদয় দিয়ে সে অনুভব করতে পারেনি আমার ভালোবাসার তাপ।
তাই আজ আমি নিজেকে বলি— আমি ভুল করিনি। আমি শুধু একজনকে ভালোবেসেছি আর সেটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য। সে না বুঝলেও, এই ভালোবাসা চিরকাল আমার হৃদয়ে জ্বলজ্বল করে জ্বলবে। কারণ, সত্যিকারের ভালোবাসা কখনোই ভুল হয় না— ভুল হয় শুধু সেই ভালোবাসাকে না বোঝাটাই।🥲💔
2025-10-11 16:29:39