তুমি নামাজ কে তোমার জীবন সঙ্গী বানাও। নামাজ তোমাকে জান্নাতের সঙ্গী বানিয়ে নেবে!😇❤️🩹
2025-10-13 03:50:03
97
মুহিন ভাই07 :
ইসলামিক গ্রুপে এড হবেন....
2025-10-13 14:31:03
18
🧚♀️Iqra🧚♀️ :
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
2025-10-13 00:20:34
290
★...চাঁদের আলো...★ :
এই হুজুর আমার খুব পছন্দের এক জন 🥰🥰? আল্লাহ তাকে অনেক বছর নেক হায়াত দান করুক আমিন 🤲🤲🤲
2025-10-13 08:47:47
84
,,,ইসলামিক ভিডিও 💓🌸 :
আমার আইডিতে ঘুরে আসো
2025-11-12 18:26:03
0
ashamuni :
ফোন নাম্বার ছারা জিমেইল বানানোর কাজ,, আমাদের প্রত্যেকের ফোনে ১ দিন পর পর ৫/৬/৭/৮/৯ টা এমনকি ১০/১২ টাও জিমেইল খোলা যায়,, আপনি জিমেইল বানিয়ে আমার কাছে সেল করবেন,, ১ টা জিমেইল আমি ১২ টাকা করে দিবো,, শিখিয়ে দিবো ৫ মিনিট সময় লাগবে,,
কাজ করলে দ্রুত ইনবক্সে করুন
2025-11-13 10:20:56
0
꧁༺ইসলামের আলো ꫝ꧂ :
হাঁটতে হাঁটতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেদনাভরা কণ্ঠে, খুব ক্ষীণ আওয়াজে বললেন, “মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।”
এ কথা শুনে মুআযের হৃৎকম্পন যেন থেমে যায়। শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ।
এরপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কথা পূর্ণ করেন, “আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে।” অশ্রু এসে জমা হলো মুআযের চোখের কোণে।
কতটা কষ্ট আর হৃদয় পোড়ার বেদনা লুকিয়ে আছে ‘আমার কবরের পাশ দিয়ে’ কথাটির মাঝে!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!