💫আলোর সন্ধানে 💥 :
এই যে ভাগ্যবতী,,
আগুনের বুকে ফাল্গুনের আনাগোনা,
ফুলের মতো ফুটন্ত দুটো আঁখি।
মায়াবী সুন্দরী মাধুবী সে গো তুমি,
পরম সোহাগী সুন্দরী।
তোমার কাজল কালো টানা টানা দুটি আঁখি, মায়াবিনী চোখের তারায় আঁখি,
দৃষ্টিতে প্রেম ঝড়ে,
হাসিতে সিদ্ধতা যতই দেখি-
তোমাকে ঘিরে ধরে মুগ্ধতা দোহাই লাগে,
এভাবে আর তাকিও না মায়ায় পড়ে যাবো,
তোমার হাসিতে জোনাকির আলো হার মানে,
চোখে তোমার আকাশের নীল স্বপ্ন টানে।
কি অপূর্ব স্রষ্টার নিখুঁত এক সৃষ্টি তুমি,
নির্ভুল, অপরূপ, নিঃস্বার্থ প্রেমের প্রতিচ্ছবি।তোমার ব্যথার মাঝেও শান্তির বাতাস,
তুমি ক্লান্ত বিকেলে হৃদয়ের আশ্বাস,
গানের প্রতিটি সুর আর ছবির প্রতিটি রঙ যেন একসাথে কথা বলছে...
এই সৌন্দর্য দেখে মন জুড়িয়ে গেল,
আসলেই তুমি ভাগ্যবতী,,,,,!💔🌹🦋
2025-10-21 15:36:05