ব্যর্থ কবি 📖📝 :
আমি যখন দেখলাম আমার বুক ফাটা আর্তনাদ দেখেও তার এক তিল পরিমাণ দয়া হয়নি, আমি তখন থেকেই ভালোবাসাকে ঘৃণা করতে শিখেছি..."
ভালোবাসা একসময় আমার জীবনের সবচেয়ে পবিত্র শব্দ ছিল। সেই শব্দটাই এখন কানে বাজলে বুকটা কেঁপে ওঠে— কষ্টে, রাগে, অপমানে।
আমি ভেবেছিলাম ভালোবাসা মানে একে অপরের চোখে শান্তি খুঁজে পাওয়া, একে অপরের কষ্ট ভাগ করে নেওয়া। কিন্তু এখন জানি, ভালোবাসা কখনও কখনও নিঃশব্দে মেরে ফেলে— ধীরে ধীরে, নীরবে, হাসির আড়ালে।
আমি চিৎকার করে কেঁদেছিলাম, হয়তো আকাশ শুনেছিল, কিন্তু সে না। আমি অপেক্ষা করেছিলাম, হয়তো একবার ফিরে তাকাবে, কিন্তু না— সে তো নিজের জগতে হারিয়ে গিয়েছিল। তখন বুঝলাম, ভালোবাসা শুধু তাদের জন্য সুন্দর, যাদের হৃদয় এখনো ভাঙেনি।
এখন ভালোবাসা নামটা শুনলেই মনে হয়, ওটা একটা মায়া— যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
তবুও মজার বিষয়, আজও মাঝরাতে কেউ যদি ভালোবাসার কথা বলে, আমার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে... হয়তো ঘৃণার মাঝেও একটু ভালোবাসা এখনো লুকিয়ে আছে। 🌙💔
2025-11-03 03:02:52