≛𝙥⃝𝙞𝙘𝙘𝙞☘︎𝐒𝐑𝐈𝐓𝐈⑅⃝❥᭄🦋 :
:চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম... শুধু চাই, তুমি সুখে থেকো।" "তুমি আমার হওনি , এজন্য ___আমি তোমার হতে পারলাম না।" "আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকেও আমি শান্তি পাবো ।" "আমার না হয়েও যদি তোমার দিন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।" "তুমি আমার হতে চাওনি, কিন্তু অমিও তো চাইনি তোমাকে ছাড়া বাঁচতে,,, আজ দূ'জনেই আলাদা--- তুমি সুখে, আমি কষ্টে" "তুমি চলে গিয়েও হাঁসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে... তোমার জন্য হাঁসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।" __ "আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল... কিন্তু ভাগ্য এমন লিখলো__তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে " " তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।" "তুমি সুখে থাকো, দোয়া করি__কিন্তু আমায় ভুলে থেকো, কারন আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।" "আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম''''আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।" " আমার স্বপ্ন ভেঙ্গে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেন পূর্ণ হয়।" "আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেন কখনো সুখ না হারাও।" "আমার না হওয়াটা হয়তো ভাগ্যে লেখা ছিলো, তবু মনে চায়__তুমি যেন সব খেলায় জিতে যাও।" "আমি ভাঙ্গা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেন কখনো ভাঙ্গা স্বপ্ন না দেখো।" "আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেন আলোয় ভরে থাকে" "তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।" " তুমি সুখে থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।" "আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রানে চাই তুমি যেন ভালোবাসা পাও চিরকাল।" "হাজার মানুষের ভিড়ে থাকো তুমি, তবুও যেন কখনো একা না মনে হয় তোমার ।" " আমার কপালে ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারা জীবন সুখী থাকো।" "আমার ভাগ্যে তুমি না থাকলেও প্রার্থনা করি তোমার ভাগ্যে যেন শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে😅
2025-11-06 04:49:59