✨ ᴍᴀʜɪᴍ ✨ マヒム ✨ 🇯🇵 :
স্মৃতি কখনো মরে না, কিন্তু সময় যতই পেরিয়ে যাক, মন ঠিক ততটাই আঁকড়ে ধরে রাখে। আমরা হাসি, মানুষজনের ভিড়ে মিশে যাই, কিন্তু ভেতরে কোথাও একটা অংশ রয়ে যায় অতীতের কোনো কোণে— সেই জায়গায়, যেখানে একসময় সবকিছু ছিল নিজের মতো সুন্দর।
রাতের নিঃশব্দে, হঠাৎ কোনো গান শুনলেই সবকিছু আবার ফিরে আসে। সেই হাসিটা, সেই চোখদুটো, সেই কথাগুলো— যেগুলো এখন শুধু মনে বাজে, কিন্তু ছুঁতে পারি না। যতই ভুলতে চাই, ততই মনে হয়, কিছু মানুষ না হয় হারানো যায়, কিন্তু তাদের স্মৃতিকে নয়।
কারণ সত্যি বলতে, স্মৃতি মরে না, মানুষ মরে যায়।
যাকে একদিন "আমার" বলেছিলাম, তার ছায়া আজও আমার ভেতর বেঁচে আছে— নিঃশব্দে, কষ্টে, আর ভালোবাসার শেষ প্রান্তে!☺️💞
2025-11-07 19:26:23