আমার বিয়ে হয়েছে ১০ মাস চলতাছে। আমি এখনো বাবার বাড়িতে থাকি। শশুর বাড়িতে যাওয়া হয় নাই। কিন্তু আমার সামি আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসে। আমার বিয়ের অনেক যৌতুক। এর জন্য আমি আর সামীর কাছে থাকতে পারছি না। আমার অনেক কষ্ট হয়। আর এদিকে আমার বাবার বাড়ির সবাই আমার সাথে দিন দিন খারাপ আচরণ করে। আমার দুই মাসের গর্ভ সন্তান মারা গেছে কিছু দিন আগে। আমি আর সয্য করতে পারি না।সবাই আমার জন্য দোয়া করেন।