Tumader Alu 🫠🥔 :
তার জন্য এখনো চোখে পানি আসে, আজ বহুদিন হলো দেখি না তোরে,, সে বলছিল, আমাকে ছেড়ে যাবেনা, কিন্তু তার পরিবারের জন্য আজ বহুদূরে, আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করছি আমার কিছুর অভাব হয় নাই, কিন্তু সে চলে যাওয়ার পর মনে হয় পৃথিবীতে আমার কিছু নেই, 😅
সে বলেছিল তুমি আমাকে ছেড়ে দিতে চাইলেও আমি ছাড়বো না, কিন্তু সে আজ অনেক দূরে,,, আজ নিজেকে দেখলে অনেক আফসোস হয় কি ছিলাম কি হয়ে গেলাম।
তার জন্য প্রতি রাতে আমার বালিশ বিজি, কিন্তু জানিনা তা তার মনে পড়ে কি না,,কিন্তু তাকে আমার মোনাজাতে চাইছিলাম বলে তারে আমার করে দেয়নি,।
আল্লাহ হয়তো বাসে পৃথিবীর সব সুখ তুই নিলে আমার মানুষ কই যাবে,, তাই তারে আমার করে দেয়নি ❤️🩹🥹😅
2025-12-05 18:10:45