︎꧁☆Jatir picchi appi☆꧂ :
লাইন টা মেনশন দেখতে চাই 😔😑
যেদিন তোমার হুস ফিরবে, সেদিন তুমি আমার থেকে ও বেশি কাঁদবে।"
কারণ সেদিন তুমি বুঝবে, আমি কীভাবে প্রতিটি দিন তোমার জন্য জ্বলে পুড়ে নিঃশব্দে কেটেছি। বুঝবে, ভালোবাসা শুধু মুখে বলা নয়, প্রতিটি নিঃশ্বাসে যাকে ধারণ করা যায়। আমি ছিলাম, আছি, এবং হয়তো চিরকাল থাকতাম - যদি তুমি একটুখানি ফিরে তাকাতে।
তুমি ভুলে গিয়েছিলে, আমি মানুষ অনুভব আছে, কষ্ট হয়, ভেঙে পড়ি। আমি শক্ত ছিলাম, কারণ তোমাকে ভাঙতে দিতে চাইনি। কিন্তু একসময় শক্ত মানুষও ক্লান্ত হয়ে যায়। আর যখন আমি চুপচাপ সরে গেলাম, সেটাই ছিল আমার সবচেয়ে বড় চিৎকার।
হয়তো এখন তুমি হাসছো, নিজের পথ চলছো, ভাবছো -আমি তো হারিয়ে গেছি। কিন্তু একদিন, হঠাৎ কোনও এক নিঃসঙ্গ সন্ধ্যায়, স্মৃতির ঝাপটায় যখন বুকটা হাহাকার করবে, তখন বুঝবে কারা সত্যিই আপন ছিল, আর কারা ছিল শুধুই মুহূর্তের যাত্রী।
তখন তুমি আমার নাম নিতে সাহস পাবে না, কারণ তোমার চোখের জলে সেই নামটা ভেসে যাবে। আমার না হওয়া মহারাজ 🥲🥲
2025-12-06 05:27:26