❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
অদ্ভুত লাগে, জানো? যে মানুষটা আমার কথা দিনে একবারও ভাবে না, তার কথাই আমি প্রতিটি মুহূর্তে মনে মনে বয়ে বেড়াই। কতবার নিজেকে বোঝাতে চেয়েছি—‘থামো, আর না’—তবুও মন যেন নিজের জেদে তাকে খুঁজতেই থাকে।
তার অবহেলার ভেতরেও আমি খুঁজি এক চিলতে যত্ন, তার নীরবতার ভেতরেও খুঁজি লুকানো কোনো ইশারা। অথচ সত্যিটা কত সরল—সে আমাকে ভাবে না, দরকার অনুভব করে না, আমার অভ্যাসটুকুও গড়ে ওঠেনি তার জীবনে। কিন্তু আমিতো তার অভ্যাসে পরিণত হয়ে গেছি নিজের অজান্তেই।
রাতের নিঃশব্দে তার নামটা মনে পড়লে কেন যেন বুকটা কেমন ভারী হয়ে ওঠে। মন বলে—‘সে তো নেই’, কিন্তু হৃদয় জেদ করে বলে—‘তবুও তাকে ভাবো’। যত দূরেই থাকুক সে, আমার চিন্তার কাছে সে যে কতটা কাছের, তা হয়তো আমি ছাড়া আর কেউই জানে না।
মানুষটা বুঝতেই পারে না, তার একটি ছোট্ট খোঁজ আমার সারাদিনকে আলো করে দিতে পারত। তার একটি কথাই আমাকে ভেঙে পড়া থেকে বাঁচাতে যথেষ্ট হতো। কিন্তু সে তো ব্যস্ত নিজের জগতে; আর আমি ব্যস্ত তাকে নিয়ে অদৃশ্য এক অপেক্ষায়।
কখনো ভাবি, কেন এমন কাউকে ভালোবাসলাম যে আমার দিকে ফিরে তাকানোও জরুরি মনে করে না? তারপর আবার মনে হয়—ভালোবাসা তো আদৌ হিসাব করে আসে না। যার জন্য হৃদয় একবার দরজা খুলে দেয়, তাকে আগলে রাখার দায় মনই নিঃশব্দে নিয়ে নেয়।
হয়তো সে কোনোদিন বুঝবে না এই নিঃশব্দ ভালোবাসার ওজন, হয়তো কখনো জানবেও না সে আমার ভাবনার ভেতরে কতটা জায়গা দখল করে আছে। কিন্তু তবুও আমি তাকে ভাবি—হাজারবার ভাবি।
কারণ ভালোবাসার সবচেয়ে বড় সত্যটাই হয়তো এটা—যে আমার কথা একবারও ভাবে না, তার কথাই আমি হাজারবার ভাবি… আর সেই অদেখা, অনুচ্চারিত অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে আমার সবচেয়ে কোমল, আবার সবচেয়ে ব্যথাতুর সত্য🙂
2025-12-07 07:55:29