@asifakbarfandewanhalim: গত কালকে 05/12/2025 সকাল 6:50 AM বাংলাদেশ টাইম আমার জন্য ছিলো সপ্নের মত ঘুম থেকে উঠে ডিউটির পোশাক পড়ে মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জারে দেখি প্রিয় যুবরাজ @Asif Akbar ভাইয়ার ছোট ছেলে রোদ্রর বিয়ের ইনভাইটেশন কার্ড, সত্যি আমি তখন এতটাই আনন্দিত হয়েছি যা বলে বোঝানো সম্ভব নয়, আসিফ ভাইয়াকে আমি সামনা সামনি কখনো দেখিনি কখনো কথাও হয়নি তবুও ভাইয়া আমার মতো ক্ষুদ্র ভক্তকে ইনভাইট করবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া ও কল্পনার ভাইরে, ভাইয়া যে ওনার ফ্যানদেরকে চোখে চোখে রাখে সেটা জানতাম কিন্তু এতটা পরিমান যে সিরিয়াস সেটা আজ জানলাম । আমি ভাইয়াকে অনেক ভালবাসি সেটা প্রকাশ্যের চাইতে নীরবে বেশি তাই হয়তো ভাইয়ার সাথে এখনো দেখা করতে পারি নাই, আমি কাতার🇶🇦প্রবাসী দূর প্রবাসে থাকার কারণে হয়তো যাওয়া সম্ভব হবে না,কারণ মাত্র ৩-৪ মাস হলো দেশ থেকে ছুটি কাটিয়ে আসলাম , তবে যত দূরে থাকি না কেন এই প্রিয় সুখী পরিবারের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা সবসময়। রোদ্রের আগামী ভবিষ্যৎ দিনগুলোর জন্য দোয়া ও শুভকামনা রইলো। ভালবাসা অবিরাম…