@csuncriiixxx: #crispogilang

www.cris.com
www.cris.com
Open In TikTok:
Region: PH
Friday 16 June 2023 16:43:23 GMT
4998
288
11
7

Music

Download

Comments

ms.dany20
DANY :
Pogi
2023-06-17 02:55:51
1
carlistheone05
user2288092046271 :
Fb reveal hehe
2023-06-18 01:11:39
0
khyyyyylleee
Kyle.coligado :
i volleyball nalng ntin yan
2023-06-18 12:36:38
1
shiekamalunsay0
shake :
naol cute
2023-07-03 08:43:11
0
wowieekkkk_on_ig
wowie :
😳
2023-06-19 06:33:57
0
eko_ng
JERICO :
follow back hahahah
2023-06-18 14:25:38
0
jeraaamae
𝓙𝓮𝓻𝓪𝓪𝓪🪐 :
Pagkakasyahin, kakayanin, di iiyak, sasambahin
2023-06-16 17:26:14
0
To see more videos from user @csuncriiixxx, please go to the Tikwm homepage.

Other Videos

“না পাওয়াও একধরনের পাওয়া…” 💔 না, আমি তোমায় পাইনি। তবুও আজও মনে হয়—তুমি আছো, কোথাও না কোথাও। যেভাবে সকালের রোদে জানালার পর্দা কাঁপে, যেভাবে বৃষ্টির ফোঁটায় কাঁচে জমে তোমার মুখের ছায়া— আমি জানি, তুমি নেই, তবুও তোমায় খুঁজে পাই প্রতিটা নিঃশ্বাসে। তুমি জানো, আমি কতোবার চাইছিলাম তোমাকে থামাতে? যখন তুমি চলে যাচ্ছিলে, আমার বুকের ভেতরটা কেমন করে ভেঙে যাচ্ছিল, তুমি দেখোনি। হয়তো আমি বলিনি, কিন্তু চোখের জল সব বলে দিয়েছিল— আমি চাইছিলাম, তুমি থেকে যাও, শুধু একবার বলো— “চলো, আবার শুরু করি।” কিন্তু তুমি চলে গেলে, আমি কিছুই বলতে পারলাম না, কারণ ভালোবাসা তো জোর করে রাখা যায় না। তারপর থেকে প্রতিদিন একটু একটু করে আমি বদলেছি। আগের মতো হাসি আসে না, তবুও হাসি—কারণ মানুষ ভাবে, আমি ভালো আছি। রাতের অন্ধকারে যখন চুপচাপ বসে থাকি, তখন শুধু তোমার নামটাই মনে পড়ে— যার উচ্চারণে বুকটা কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। তুমি জানো, তোমার নামটা এখনো আমার ফোনে সেভ করা আছে, ডিলিট করতে পারিনি, যেন ডিলিট করলে তোমাকেই হারিয়ে ফেলবো আবার। তোমার পাঠানো পুরোনো মেসেজগুলোও এখনো পড়ি, প্রতিটা শব্দে তোমার হাসিটা দেখি। সেই হাসিটা, যেটা আজও আমার শান্তির জায়গা। আমি জানি, তুমি এখন অন্য কারো সাথে হাসো, তার পাশে নিশ্চিন্তে থাকো, কিন্তু আমার মন আজও তোমার পাশেই ঘুরে বেড়ায়। তোমার চোখের দিকে তাকিয়ে বলা হয়নি, “তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না।” এই কথাটা আজও বুকের ভেতর রক্তের মতো জমে আছে। তুমি হয়তো ভেবেছিলে আমি তোমায় ভুলে যাবো— না, ভুলিনি। আমি শুধু শিখেছি, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে অপেক্ষা। অপেক্ষা করা এমন কারো জন্য, যে হয়তো আর কোনোদিন ফিরবে না, তবুও মনে হয়—হয়তো একদিন, তুমি আবার বলবে, “আমাকে ভুলে গেছো?” আর আমি হাসবো, চোখে জল নিয়ে বলবো— “না, তুমি তো কখনো আমার ভেতর থেকে যাওনি।” না পাওয়াও একধরনের পাওয়া— কারণ আমি তোমায় পাইনি, তবুও তোমার জন্যই আজও বাঁচি। তুমি হয়ে গেছো আমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনা, আমার প্রতিটি স্বপ্নের ঠিকানা। আমি জানি, তুমি আমার নও, তবুও আমি তোমায় ভালোবাসি ঠিক আগের মতোই। এই ভালোবাসা হয়তো অন্ধ, হয়তো একতরফা, কিন্তু সত্যি বলি, এতে কোনো অভিনয় নেই। তুমি ছিলে আমার সবকিছু, আজও আছো—শুধু অন্য কোনো রূপে, অন্য কোনো দূরত্বে। তুমি না থেকেও আছো, আমার প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে, তুমি না-পাওয়া হয়েও আমার সবচেয়ে বড় পাওয়া। কারণ এই না-পাওয়ার মধ্যেই তো তোমায় হারিয়ে খুঁজে পাই বারবার, তোমায় না ছুঁয়েও ভালোবাসি— যেভাবে আকাশ ভালোবাসে চাঁদকে, দূরে থেকেও, চিরকাল, নিঃশব্দে। 🌙💫 #foryoupage #caption #🥺💔 #কবি_আল_আমিন #foryou
“না পাওয়াও একধরনের পাওয়া…” 💔 না, আমি তোমায় পাইনি। তবুও আজও মনে হয়—তুমি আছো, কোথাও না কোথাও। যেভাবে সকালের রোদে জানালার পর্দা কাঁপে, যেভাবে বৃষ্টির ফোঁটায় কাঁচে জমে তোমার মুখের ছায়া— আমি জানি, তুমি নেই, তবুও তোমায় খুঁজে পাই প্রতিটা নিঃশ্বাসে। তুমি জানো, আমি কতোবার চাইছিলাম তোমাকে থামাতে? যখন তুমি চলে যাচ্ছিলে, আমার বুকের ভেতরটা কেমন করে ভেঙে যাচ্ছিল, তুমি দেখোনি। হয়তো আমি বলিনি, কিন্তু চোখের জল সব বলে দিয়েছিল— আমি চাইছিলাম, তুমি থেকে যাও, শুধু একবার বলো— “চলো, আবার শুরু করি।” কিন্তু তুমি চলে গেলে, আমি কিছুই বলতে পারলাম না, কারণ ভালোবাসা তো জোর করে রাখা যায় না। তারপর থেকে প্রতিদিন একটু একটু করে আমি বদলেছি। আগের মতো হাসি আসে না, তবুও হাসি—কারণ মানুষ ভাবে, আমি ভালো আছি। রাতের অন্ধকারে যখন চুপচাপ বসে থাকি, তখন শুধু তোমার নামটাই মনে পড়ে— যার উচ্চারণে বুকটা কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। তুমি জানো, তোমার নামটা এখনো আমার ফোনে সেভ করা আছে, ডিলিট করতে পারিনি, যেন ডিলিট করলে তোমাকেই হারিয়ে ফেলবো আবার। তোমার পাঠানো পুরোনো মেসেজগুলোও এখনো পড়ি, প্রতিটা শব্দে তোমার হাসিটা দেখি। সেই হাসিটা, যেটা আজও আমার শান্তির জায়গা। আমি জানি, তুমি এখন অন্য কারো সাথে হাসো, তার পাশে নিশ্চিন্তে থাকো, কিন্তু আমার মন আজও তোমার পাশেই ঘুরে বেড়ায়। তোমার চোখের দিকে তাকিয়ে বলা হয়নি, “তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না।” এই কথাটা আজও বুকের ভেতর রক্তের মতো জমে আছে। তুমি হয়তো ভেবেছিলে আমি তোমায় ভুলে যাবো— না, ভুলিনি। আমি শুধু শিখেছি, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে অপেক্ষা। অপেক্ষা করা এমন কারো জন্য, যে হয়তো আর কোনোদিন ফিরবে না, তবুও মনে হয়—হয়তো একদিন, তুমি আবার বলবে, “আমাকে ভুলে গেছো?” আর আমি হাসবো, চোখে জল নিয়ে বলবো— “না, তুমি তো কখনো আমার ভেতর থেকে যাওনি।” না পাওয়াও একধরনের পাওয়া— কারণ আমি তোমায় পাইনি, তবুও তোমার জন্যই আজও বাঁচি। তুমি হয়ে গেছো আমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনা, আমার প্রতিটি স্বপ্নের ঠিকানা। আমি জানি, তুমি আমার নও, তবুও আমি তোমায় ভালোবাসি ঠিক আগের মতোই। এই ভালোবাসা হয়তো অন্ধ, হয়তো একতরফা, কিন্তু সত্যি বলি, এতে কোনো অভিনয় নেই। তুমি ছিলে আমার সবকিছু, আজও আছো—শুধু অন্য কোনো রূপে, অন্য কোনো দূরত্বে। তুমি না থেকেও আছো, আমার প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে, তুমি না-পাওয়া হয়েও আমার সবচেয়ে বড় পাওয়া। কারণ এই না-পাওয়ার মধ্যেই তো তোমায় হারিয়ে খুঁজে পাই বারবার, তোমায় না ছুঁয়েও ভালোবাসি— যেভাবে আকাশ ভালোবাসে চাঁদকে, দূরে থেকেও, চিরকাল, নিঃশব্দে। 🌙💫 #foryoupage #caption #🥺💔 #কবি_আল_আমিন #foryou

About