@kkaykkay5: Come see how big these pups got ❤️🐶#foryou #foryoupage #kkaykkay #fypage #xyzbca #fypシ゚viral #fy

kkaykkay
kkaykkay
Open In TikTok:
Region: US
Tuesday 08 August 2023 00:13:51 GMT
343
21
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @kkaykkay5, please go to the Tikwm homepage.

Other Videos

𝐏𝐨𝐯: ✧Yn পড়ন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে, মৃদু বাতাসে Ynর ঘন কালো চুলগুলো তালে তালে দুলছে। আর Yn হাতে রাখা কপির মগে চুমক দিয়ে কিছু একটা ভাবছে। আজ weather টা অনেক সুন্দর। হালকা মেঘ দেখা দিচ্ছে দূরের আকাশে। হয়তো রাতে বৃষ্টি হতে পারে। আর মাঝে মাঝে মৃদু ঠান্ডা দমকা হওয়া এসে মনকেও যেনো শীতল করে দিচ্ছে। হঠাৎ কোথা থেকে মেঘ না চাইতে বৃষ্টির মতো Jungkook এসে হাজির হয়। Jungkook ঠিক Ynর সামনে এসে দাঁড়ালো, Jk: কি রে চুন্নি তুই এই সময় এখানে দাঁড়িয়ে কার সাথে টাংকি মারছিস? Yn: আমি টাংকি মারি নাকি বালতি মারি সেটা জেনে আপনি কি করবেন? আর আপনি আমাকে চুন্নি কেন বলেছেন? আমি কি এমন গোপন-ধন আপনার চুরি করেছি? Jk: তুই কিন্তু আজকাল খুব বেশি তর্ক করিস। এগুলো কিন্তু একদম ঠিক না। আর তুই তো সবচেয়ে বড়ো চোর, সবকিছু চুড়ি করে নিজে কতো শান্তিতে আছিস অথচ দেখ আমার কি অবস্থা? না শান্তি মতো ঘুমাতে পারি, না খেতে পারি। আমি উন্মাদ হয়ে যাচ্ছে দিনকে দিন। এই লোকটার অর্ধেকের বেশি কথা আমার মাথায় ডুকে না। তাই এর সাথে কথা বলাই বিপদ। Yn: Taehyung ভাই বাসায় নেই, আপনি এখানে কি করছেন? Jk: এখন কি তুই আমাকে বের করে দিবি বাসা থেকে। এই তোর common sense বলতে কি কিছু নেই? আমাকে দেখে চা কফি offer করবি, তা না করে আমি কেন তোদের বাসায় এসেছি তা নিয়ে আলোচনা করছিস। Yn: আচ্ছা ভাই মাপ করেন, আমার ভুল হয়ে গিয়েছে। আপনি এখানে দাঁড়ান আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। Jk: এই দাঁড়া, তুই কফি নিয়ে উপরে উঠতে উঠতে কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে যাবে। তার চেয়ে বরং তোর হাতেরটা দে, আমি ওটা দিয়েই না হয় আজ কাজ সেরে নিবো। Yn: এটা তো আমার এঁটো কফি। আপনি আমার এঁটোটা কেন খাবেন? Jk: তুই বেশি কথা বলিস। চুপ করে আমার পাশে দাঁড়াতো। Yn আর কিছু বললো না। চুপ করে Jungkookর পাশে দাঁড়িয়ে পরিবেশ দেখতে মন দিতে চাইলো কিন্তু পারলো না। Ynর চোখ গেলো Jungkookর দিকে, উনি সত্যি সত্যিই ওর এঁটো কফিটা খাচ্ছে। মুখে তার পরম শান্তি, মনে হয় Ynর কফিতে extra কিছু আছে যা উনি খুব উপভোগ করছে। Jk: জানিস আজকাল রাতে ঘুম আসে না। Doctor কে সমস্যার কথা বললাম, doctor বলল আমাকে লাল টুকটুকে একটা বউ নিয়ে আসতে। Yn: এটা আবার কেমন কথা, doctor এসব কেন বলবে? আর বউ কি লাল টুকটুকে হয় নাকি! আমার মনে হয় আপনি শুনতে ভুল করেছেন, লাল টুকটুকে শাড়ি পড়ে সুন্দরী একটা বউ নিয়ে আসতে হয়তো বলেছে। Jk: Doctor কি বলেছে তুই বেশি জানিস নাকি আমি? আমার তো একটা লাল টুকটুকে বউ দরকার। একদম পাকা টমেটোর মতো। দেখলেই মন চাবে খেয়ে ফেলি। Yn: ছি! কিসব বাজে কথা বলছেন। তাছাড়া এমন বউ পাবেন কোথায়? Jk: পাবো মানে, পেয়ে গেছি! Yn: তাই নাকি! কে সে lucky girl? আমাকেও একটু দেখান। তার চাঁদ বদনখানি দেখে আমিও একটু ধন্য হই। Jk: তোকে কেন দেখাবো! তোর নজর যদি লেগে যায়। তুই এমনেই যে হিংসুটে মেয়ে, তাই তোর থেকে দূরে থাকাই ভালো। তাছাড়া, সে তো কেবল আমার নজরে বন্দি থাকবে। তাকে অন্য কারো নজরে পড়তেই দিবো না। Yn: ডং দেখলে বাঁচি না! (বিড়বিড় করে) Jk: কিন্তু জানিস, বউটা আমার বড্ড বোকা। আমাকে মাঝেমাঝে  অনেক রাগিয়ে দেয়। কিন্তু একটা জিনিস ভালোই হলো, লাল টুকটুকে বউকে মারলে বুঝাই যাবে না লজ্জায় লাল হয়েছে নাকি মারে। Yn: এসব কি বলছেন? আপনি আপনার বউকে মারবেন কেন? Jk: কেন আবার কি? বুঝিস না। আবোল তাবোল কিছু একটা করলে মাইর তো তার কপালে নিশ্চিত আছে। বললাম না, বউটা আমার অবুঝ! সোজা কথা ভালো করে বললেও, শুনবে না। Yn: তাই বলে আপনি নারী নির্যাতন করবেন। আপনাকে তো জেলে দেওয়া উচিত।  Jungkook Ynর দিকে ঘুরে হিম শীতল চোখে চাইলো। Jk: তুই পাড়বি আমাকে জেলে দিতে? Yn: আজব আমি কেন দিবো? আপনার বউকে বলবো আপনাকে জেলে দিতে। Jk: আমি জেলে গেলে, তুই সব থেকে বেশি কাঁদবি। Yn: আপনি জেলে গেলে আমি কেন কাঁদতে যাবো। আমি কি আপনার বউ নাকি girlfriend! Ynর কথাটা হয়তো তার পছন্দ হয়নি, Jungkook কিভাবে যেনো Ynর দিকে তাকিয়ে আছে। হঠাৎ Jungkook Ynর সামনে এসে, ছাদের গ্রিলের দুপাশে দুহাত রেখে Yn কে আটকে ফেলে। কিছুটা ঝুঁকে আচমকা Ynর গালে একটা kiss করে। Ynর চোখগুলো যেনো কোটর থেকে বের হয়ে যাওয়ার যোগার।‌ Ynর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। লজ্জায় গালদুটো সত্যি টমেটোর মতো হয়ে গেলো। Jungkook Ynর কানের কাছে মুখ নিয়ে বলে Jk: girlfriend হলে এই kiss টা এতোক্ষণে তোর ঐ কোমল নরম ঠোঁটে পড়তো। আর বউ হলে তো এতোক্ষনে আদরে আদরে ভরিয়ে দিতাম। এমন একটা romantic weather এ বসে বসে কি তোর সাথে আজাইরা গল্প করতাম। একদম নাহ! আরেকটা কথা কফিটা কিন্তু best ছিল। এরপর থেকে বাসায় আসলে আমার এমনি তোর এঁটো করা কফি চাই। বুঝলি! Yn কাঠের পুতুলের মতো মাথা নাড়িয়ে সায় দিলো। Jungkook চলে গেলো। Jungkook চলে যাওয়ার পর Yn একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এতোক্ষণে মনে হচ্ছিলো ধম আটকে মরে যাবে। (বাকিটুকু comment box এ আছে 🤧) #foryou #fypシ゚viral #jeon_raisa #fyp #fypシ #fypシ゚viral #fyp
𝐏𝐨𝐯: ✧Yn পড়ন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে, মৃদু বাতাসে Ynর ঘন কালো চুলগুলো তালে তালে দুলছে। আর Yn হাতে রাখা কপির মগে চুমক দিয়ে কিছু একটা ভাবছে। আজ weather টা অনেক সুন্দর। হালকা মেঘ দেখা দিচ্ছে দূরের আকাশে। হয়তো রাতে বৃষ্টি হতে পারে। আর মাঝে মাঝে মৃদু ঠান্ডা দমকা হওয়া এসে মনকেও যেনো শীতল করে দিচ্ছে। হঠাৎ কোথা থেকে মেঘ না চাইতে বৃষ্টির মতো Jungkook এসে হাজির হয়। Jungkook ঠিক Ynর সামনে এসে দাঁড়ালো, Jk: কি রে চুন্নি তুই এই সময় এখানে দাঁড়িয়ে কার সাথে টাংকি মারছিস? Yn: আমি টাংকি মারি নাকি বালতি মারি সেটা জেনে আপনি কি করবেন? আর আপনি আমাকে চুন্নি কেন বলেছেন? আমি কি এমন গোপন-ধন আপনার চুরি করেছি? Jk: তুই কিন্তু আজকাল খুব বেশি তর্ক করিস। এগুলো কিন্তু একদম ঠিক না। আর তুই তো সবচেয়ে বড়ো চোর, সবকিছু চুড়ি করে নিজে কতো শান্তিতে আছিস অথচ দেখ আমার কি অবস্থা? না শান্তি মতো ঘুমাতে পারি, না খেতে পারি। আমি উন্মাদ হয়ে যাচ্ছে দিনকে দিন। এই লোকটার অর্ধেকের বেশি কথা আমার মাথায় ডুকে না। তাই এর সাথে কথা বলাই বিপদ। Yn: Taehyung ভাই বাসায় নেই, আপনি এখানে কি করছেন? Jk: এখন কি তুই আমাকে বের করে দিবি বাসা থেকে। এই তোর common sense বলতে কি কিছু নেই? আমাকে দেখে চা কফি offer করবি, তা না করে আমি কেন তোদের বাসায় এসেছি তা নিয়ে আলোচনা করছিস। Yn: আচ্ছা ভাই মাপ করেন, আমার ভুল হয়ে গিয়েছে। আপনি এখানে দাঁড়ান আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। Jk: এই দাঁড়া, তুই কফি নিয়ে উপরে উঠতে উঠতে কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে যাবে। তার চেয়ে বরং তোর হাতেরটা দে, আমি ওটা দিয়েই না হয় আজ কাজ সেরে নিবো। Yn: এটা তো আমার এঁটো কফি। আপনি আমার এঁটোটা কেন খাবেন? Jk: তুই বেশি কথা বলিস। চুপ করে আমার পাশে দাঁড়াতো। Yn আর কিছু বললো না। চুপ করে Jungkookর পাশে দাঁড়িয়ে পরিবেশ দেখতে মন দিতে চাইলো কিন্তু পারলো না। Ynর চোখ গেলো Jungkookর দিকে, উনি সত্যি সত্যিই ওর এঁটো কফিটা খাচ্ছে। মুখে তার পরম শান্তি, মনে হয় Ynর কফিতে extra কিছু আছে যা উনি খুব উপভোগ করছে। Jk: জানিস আজকাল রাতে ঘুম আসে না। Doctor কে সমস্যার কথা বললাম, doctor বলল আমাকে লাল টুকটুকে একটা বউ নিয়ে আসতে। Yn: এটা আবার কেমন কথা, doctor এসব কেন বলবে? আর বউ কি লাল টুকটুকে হয় নাকি! আমার মনে হয় আপনি শুনতে ভুল করেছেন, লাল টুকটুকে শাড়ি পড়ে সুন্দরী একটা বউ নিয়ে আসতে হয়তো বলেছে। Jk: Doctor কি বলেছে তুই বেশি জানিস নাকি আমি? আমার তো একটা লাল টুকটুকে বউ দরকার। একদম পাকা টমেটোর মতো। দেখলেই মন চাবে খেয়ে ফেলি। Yn: ছি! কিসব বাজে কথা বলছেন। তাছাড়া এমন বউ পাবেন কোথায়? Jk: পাবো মানে, পেয়ে গেছি! Yn: তাই নাকি! কে সে lucky girl? আমাকেও একটু দেখান। তার চাঁদ বদনখানি দেখে আমিও একটু ধন্য হই। Jk: তোকে কেন দেখাবো! তোর নজর যদি লেগে যায়। তুই এমনেই যে হিংসুটে মেয়ে, তাই তোর থেকে দূরে থাকাই ভালো। তাছাড়া, সে তো কেবল আমার নজরে বন্দি থাকবে। তাকে অন্য কারো নজরে পড়তেই দিবো না। Yn: ডং দেখলে বাঁচি না! (বিড়বিড় করে) Jk: কিন্তু জানিস, বউটা আমার বড্ড বোকা। আমাকে মাঝেমাঝে অনেক রাগিয়ে দেয়। কিন্তু একটা জিনিস ভালোই হলো, লাল টুকটুকে বউকে মারলে বুঝাই যাবে না লজ্জায় লাল হয়েছে নাকি মারে। Yn: এসব কি বলছেন? আপনি আপনার বউকে মারবেন কেন? Jk: কেন আবার কি? বুঝিস না। আবোল তাবোল কিছু একটা করলে মাইর তো তার কপালে নিশ্চিত আছে। বললাম না, বউটা আমার অবুঝ! সোজা কথা ভালো করে বললেও, শুনবে না। Yn: তাই বলে আপনি নারী নির্যাতন করবেন। আপনাকে তো জেলে দেওয়া উচিত। Jungkook Ynর দিকে ঘুরে হিম শীতল চোখে চাইলো। Jk: তুই পাড়বি আমাকে জেলে দিতে? Yn: আজব আমি কেন দিবো? আপনার বউকে বলবো আপনাকে জেলে দিতে। Jk: আমি জেলে গেলে, তুই সব থেকে বেশি কাঁদবি। Yn: আপনি জেলে গেলে আমি কেন কাঁদতে যাবো। আমি কি আপনার বউ নাকি girlfriend! Ynর কথাটা হয়তো তার পছন্দ হয়নি, Jungkook কিভাবে যেনো Ynর দিকে তাকিয়ে আছে। হঠাৎ Jungkook Ynর সামনে এসে, ছাদের গ্রিলের দুপাশে দুহাত রেখে Yn কে আটকে ফেলে। কিছুটা ঝুঁকে আচমকা Ynর গালে একটা kiss করে। Ynর চোখগুলো যেনো কোটর থেকে বের হয়ে যাওয়ার যোগার।‌ Ynর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। লজ্জায় গালদুটো সত্যি টমেটোর মতো হয়ে গেলো। Jungkook Ynর কানের কাছে মুখ নিয়ে বলে Jk: girlfriend হলে এই kiss টা এতোক্ষণে তোর ঐ কোমল নরম ঠোঁটে পড়তো। আর বউ হলে তো এতোক্ষনে আদরে আদরে ভরিয়ে দিতাম। এমন একটা romantic weather এ বসে বসে কি তোর সাথে আজাইরা গল্প করতাম। একদম নাহ! আরেকটা কথা কফিটা কিন্তু best ছিল। এরপর থেকে বাসায় আসলে আমার এমনি তোর এঁটো করা কফি চাই। বুঝলি! Yn কাঠের পুতুলের মতো মাথা নাড়িয়ে সায় দিলো। Jungkook চলে গেলো। Jungkook চলে যাওয়ার পর Yn একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এতোক্ষণে মনে হচ্ছিলো ধম আটকে মরে যাবে। (বাকিটুকু comment box এ আছে 🤧) #foryou #fypシ゚viral #jeon_raisa #fyp #fypシ #fypシ゚viral #fyp

About