@ambsjadie:

Amber
Amber
Open In TikTok:
Region: AU
Thursday 19 October 2023 11:26:14 GMT
3268
178
1
6

Music

Download

Comments

d_uncan.232
Duncan The Freeze :
Follow back please 😳
2023-10-24 18:29:53
0
To see more videos from user @ambsjadie, please go to the Tikwm homepage.

Other Videos

[
["মুগ্ধতা"] ~Part 50~ "লিসা আপুর বিয়ের আর বেশিদিন নেই।দু-দিন পর থেকেই শুরু হয়ে যাবে সকল তোড়-জোড়,অনুষ্ঠান" "এখনো বিয়ের শপিং করা হয় নি কারোরই।সে উপলক্ষ্যেই আজ বড় মা সকলকে বলে দিয়েছে,শপিং করে নিতে।আজই সকলে যাবে শপিং করতে" "বিকেলের দিকে তৈরি হয়ে নিলাম বেড়োনোর জন্য।হালকা নীল রঙের একটা থ্রি-পিস পড়ে নিলাম।চুলগুলো বেণি করে একপাশে রেখে দিলাম।হাতে JK ভাইয়ের মেলা থেকে কিনে দেওয়া চুরিগুলো পড়ে নিলাম।ঠোঁটে হালকা লিপস্টিক,চোখে গাড়ো করে কাজল এঁকে নিলাম।সবশেষে কপালে একটা ছোট একটা কালো টিপ পড়ে নিলাম।এর থেকে বেশি সাজ বলতে বুঝি না আমি।এতোটুকুতেই নিজেকে আমার ভালো লাগে" "তৈরি হয়ে লিভিং রুমে চলে এলাম।সেখানেই বসে ছিল সকলে।শুধু JK ভাই নেই।হয়তো তারই অপেক্ষায় সবাই" "আমায় দেখে বড় মা এগিয়ে এলো।গালে হাত রেখে বলল" বড় মা:বেশ সুন্দর লাগছে আমার মেয়েটাকে! YN:তোমার মেয়ে বলে কথা,মা এতো সুন্দর হলে মেয়ে তো হবেই! "বলেই মিষ্টি করে হেসে উঠলাম।বড় মা কপালে চুমু খেলো।আদুরে কন্ঠে বলল" বড় মা:আমার পাগলি মেয়ে! "বড় মার সাথে কিছুক্ষন কথা বলে সোফায় এসে বসে পড়লাম।কোথা থেকে রাকিব এসে হাজির হলো সামনে" রাকিব:YN,এখানে বসে আছিস কেন?বাহিরে চল,ছবি তুলি! "তার কথায় কিছুটা বিরক্ত হলাম।জবাব দেওয়ার ইচ্ছে ছিল না।তবুও বললাম" YN:না থাক ভাইয়া,আপনি গিয়ে তুলেন! "জোড় করলেন আমায়,তবে আমি গেলাম না।JK ভাই জানতে পারলে এবার আমায় মেরেই ফেলবেন" "JK ভাই তৈরি হয়ে লিভিং রুমে এলেন।এক পলক তাকালেন আমার পানে।চোখাচোখি হলো দুজনের।মুহুর্তেই চোখ সরিয়ে ফেললেন।এড়িয়ে গেলেন আমায়।বড় মাকে বের হতে বলে,হনহন করে বাহিরে চলে গেলেন" "চোখ ছোট ছোট করে তার পানে তাকালাম।সকাল থেকেই দেখছি লোকটা আমায় এড়িয়ে যাচ্ছেন।কথা বলছেন না,তাকাচ্ছেনও না।প্রতিটা মুহুর্তেই যেন এড়িয়ে যাচ্ছেন।হিটলার লোক একটা" "বাহিরে গিয়ে দাঁড়ালাম।একটা গাড়িতে বড় মা,মা,লিসা আপু আর মামি বসেছে।সেখানে আর জায়গা নেই বসার" "এগিয়ে গেলাম অন্য গাড়িটার দিকে।চোখ পড়লো সামনের সিটে।JK ভাই ড্রাইভিং সিটে বসে আছেন,তার পাশের সিটটায় লিয়া বসে আছে" "মুখটা অজান্তেই মলিন হয়ে গেল।বিরক্ত হলাম,রাগ হলো ভিষন লিয়ার উপরে।মেয়েটা এতো গায়ে পড়া কেন তাই বুঝি না।সবসময় শুধু JK ভাই করে বেড়ায়" "লোকটা সকাল থেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন আমার সাথে।তবে লিয়ার সাথে যেন কথা বলা বাড়িয়ে দিয়েছেন।কি সুন্দর হেসে হেসে কথা বলছেন।লিয়ার কথার জবাব দিচ্ছেন।কই আগে তো তিনি এমন করেন নি।আমি জানি,তিনি লিয়াকে পছন্দ করেন না।তবে আজ কেন এমন করছেন?কেন এতো মিশছেন?" "হঠাৎ মাথায় চিন্তা এসে ভির করলো।JK ভাই তো লিয়ার কাজিন।কথা বলাটা কি সাভাবিক নয়?তবুও কেন খারাপ লাগছে আমার?কেন সয্য হচ্ছে না এই কথা বলাটাই?" "Rose আপুর ডাকে ভাবনার জগৎ থেকে বেড়িয়ে এলাম।এগিয়ে গিয়ে বসে পড়লাম পিছনের সিটে।গাড়ি স্টার্ট দিলেন JK ভাই।সামনে লিয়া JK ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলেই যাচ্ছে।ভিষন রাগ সাথে অভিমান হলো লোকটার উপরে।আমার সাথে একটা পর্যন্ত কথা বলেন নি।লিয়ার সাথে তো দিব্যি কথা বলছেন" "কথা বলবো না আমি লোকটার সাথে,একদম বলবো না" "গাড়ি এসে থামালেন একটা শপিং মলের সামনে।এক এক করে নেমে পড়লাম সকলেই।সবশেষে নামলো JK ভাই আর লিয়া।দুজনে একসাথে নামলো।আমাকে বরাবরের ন্যায় আবারও এড়িয়ে ভেতরে ঢুকলেন JK ভাই।খারাপ লাগলো ভিষন।কেন এমন করছেন তিনি?কি হলো হঠাৎ তার?আমি কিছু করেছি?" "শপিং মলের ভেতর প্রবেশ করলাম Rose আপুর সাথে।ঢুকতেই দেখা মিললো ওদের দুজনের।JK ভাই সচরাচর শপিং এ খুব বেশি যান না।তবে আজ তিনি এসেছেন।লিয়াকে নিজে পছন্দ করে দিসছেন শাড়ি।একসাথে দেখছেন শাড়িগুলো" "এবার খারাপ লাগায় মনটা ছুঁয়ে গেল।এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তাদের পানে।অথচ তিনি তাকালেন না একবারও।এতোটা পাষাণ তিনি?" Rose:কি রে YN?ভেতরে চল,এখানে দাঁড়িয়ে থাকবি?নাকি কিছু কিনবিও? "Rose আপুর কথায় নড়েচড়ে উঠলাম ।দুজনে ভেতরে এড়িয়ে গেলাম।আমাদের আসতে দেখে উঠে গেলেন JK ভাই।চলে গেলেন অন্যমলে।সাথে গেল লিয়াও" "চুপচাপ দেখে গেলাম।কষ্ট হলেও বললাম না কিছুই।লোকটা বড্ড খারাপ" "শপিং করার ইচ্ছেই চলে গিয়েছে।এক পাশে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি।সকলে জোর করলেও ইচ্ছে হয় নি এসবে মনোযোগ দেওয়ার।সবার থেকে বেশি আগ্রহ থাকা আমারই সকল আগ্রহ কেড়ে নিয়েছে পাষাণ লোকটা" "বড় মা আর মা মিলেই পছন্দ করে শাড়ি কিনেছে আমার।আমি মানা করি নি।এসবে যে আমার মন নেই" "শপিং শেষে ফিরে এলাম বাসায়।সোজা চলে গেলাম রুমে।JK ভাইয়ের সাথে লিয়াকে আমার দেখতে একদম ভালো লাগছে না।রাস্তায় আসার সময়ে লিয়া বকবক করে গিয়েছে,JK ভাই জবাব দিয়েছেন।তিনি গম্ভীর কথা বলেন না বেশি,তবুও তিনি লিয়ার সাথে কথা বলেছেন" "রুমে গিয়ে কার্বাড থেকে জামা নিয়ে চলে গেলাম ওয়াশরুমে।ফ্রেশ হয়ে নিলাম" "ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেলাম বিছানার উপিরে অনেকগুলো শপিং ব্যাগ রাখা।এগিয়ে গেলাম সেদিকে।বিছানায় বসে পড়লাম।ভাবলাম হয়তো মা রেখে গিয়েছে" #_milkspo_ #fypシ #foryoupage

About