@mithila.rahman1: গতবছর শবেই-বরাতে আল্লাহর কাছে অনেক কিছুই চেয়েছি বলতে পারো একজন লোভি ব্যাক্তির মতো শুধু চেয়েই গিয়েছি।আর যে জিনিসটা সেজদায় কান্না করে চেয়েছি এইবছর শবেই-বরাতের আগেই আমি সে সব কিছুই পেয়েছি। আমি যতবারই কষ্টে ভেঙ্গে পরি খুব কান্না করতে ইচ্ছে করে ততবারই নামাযের সেজদায় কান্না করি আর আল্লাহর সাথে আমার সব কষ্ট ভাগ করি,তখন মনটাও খুব তাড়াতাড়ি হালকা হয়ে যায় আর আমার সাথে হওয়া ওই খারাপ কাজগুলোও দ্বিতীয়বার কখনোই হতে দেখি নি। ব্যাপারটা অদ্ভুত হলেও সুন্দর। তখনই বুঝেছি আল্লাহ আমার চোখের পানির মূল্য দিয়েছে যেটা কখনো কেও দেয়নি😊 এই আমাকেই দেখো প্রচুর কষ্টেও হেসেছি, আমার কষ্টগুলো কাউকে বুঝাতে পারতাম না, মাঝেমাঝে মনে হত হয়তো আমি আমার জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আল্লাহ আমার জীবনের সেই ভুল সিদ্ধান্তকেই আজকে উত্তম সিদ্ধান্ত বানিয়ে দিয়েছে।আগের বছর এই একই দিনে আল্লাহর কাছে শুধু কষ্টে কান্না করে অনেক অভিযোগ দিয়েছি,ধৈর্য হারার মতো কান্না করেছি আর এইবার কান্না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন আমি আমার জীবনের সুন্দর সময় পার করছি। বলতে পারো সবচেয়ে সুখি মেয়ে আমি,আমার কাছে সব কিছুই আছে।আলহামদুলিল্লাহ♥️😇 আগের বছরের শবেই-বরাতের চোখের পানি আমার জীবন পরিবর্তন করেছে🌸