@ghuliyeff: @Cavidan987 #beniöneçıkart #takibet #fyppppppppppppppppppppppp #fypシ #fypシ゚viral🖤 #keşfettttt #sevilirsiz #deyerlisiz👻🌹💛кешф👑💎баас🔈🎶

ghuliyeff
ghuliyeff
Open In TikTok:
Region: AZ
Tuesday 12 March 2024 08:53:43 GMT
3671
248
1
7

Music

Download

Comments

caviidsov
Cavidan199 :
Can😘
2024-03-12 09:34:21
1
To see more videos from user @ghuliyeff, please go to the Tikwm homepage.

Other Videos

??:- এই মেয়ে!! সারাদিন এতো টইটই কিসের? জাংকুক ফোন করেছে, নে কথা বলল। মাত্র বৃষ্টিতে ভিজে মাখামাখি হয়ে রুমে ঢুকতেই আম্মুর এই কথা শুনে চমকে গেলাম আমি। তাড়াতাড়ি মুখে আর হাতে ইশারা দিয়ে বুঝালাম যে,
??:- এই মেয়ে!! সারাদিন এতো টইটই কিসের? জাংকুক ফোন করেছে, নে কথা বলল। মাত্র বৃষ্টিতে ভিজে মাখামাখি হয়ে রুমে ঢুকতেই আম্মুর এই কথা শুনে চমকে গেলাম আমি। তাড়াতাড়ি মুখে আর হাতে ইশারা দিয়ে বুঝালাম যে," বলো আমি নেই"। ততক্ষণে চোখ রাঙালো আম্মু, আর বলল, " পিছনের ক্যামেরা অন করা।" ব্যাস! এইটুকু শুনেই টান টান হয়ে দাঁড়িয়ে গেলাম আমি! ঠোঁটেটে জোরপূর্বক হাসি জুলিয়ে কপালে চারআঙ্গুল ঠেকিয়ে বড় করে সালাম দিলাম, — আসসালামু আলাইকুম জাংকুক ভাই! আম্মু ততক্ষণে ফোন আমার হাতে ধরিয়ে চলে গেলো। বেআক্কেলের ফোন নিয়ে কি বলবো ভাবছি আর তাকালাম ফোনের স্ক্রিনের দিকে, জাংকুক, আমার চাচাতো ভাই। সুঠাম দেহের অধিকারী একজন অত্যন্ত গোমড়ামুখো রাগী মানুষ। যা আমি খুব ভালো ছোটবেলা থেকেই টের পেয়েছি। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। একটু পর বিড়বিড় করে বলল, Jk:- পারফেক্ট। কথাটা শুনেও বুঝতে পারিনি আমি। তাও মুখে হাসি ঝুলিয়ে বললাম, — কেমন আছেন জাংকুক ভাই? উনি স্রেফ মাথা নাড়ালেন কিন্তু আমাকে জিজ্ঞেস করলেন না। আমি পাত্তাও দেইনি এসবে। হাসিহাসি মুখ করে বললাম, — কবে আসবেন বাংলাদেশে? উনি শুধু তাকিয়ে রইল। নির্বাক ভঙ্গিতে বলল, Jk:- কাজ শেষ হলেই। আমি হেসে দিলাম, — আরে এবার তো বিয়ে করে নিন জাংকুক ভাই! একটা ইউরোপীয়ানকেই ধরে নিন। নাহলে দেখা যাবে আর পাত্রী পাবেন না। জাংকুক ভাই গলা পরিষ্কার করলেন, Jk:- নোপ.. বিয়ে করলে আমি বাংলাদেশী মেয়কেই করবো। খন্দকার মোশতাকের নাম শুনেছিস? মুহুর্তেই থেমে গেলাম আমি, মুখ দিয়ে বেড়োলো, — হ্যাঁ! ওই যে তিশা নাকি ছোট মেয়েকে বুড়ো লোক বিয়ে করেছে? উনি কলার ঠিক করে মাথা নাড়ালেন, Jk:- হুম..ওই লোক এ বয়সে বিয়ে করতে পারলে আমি পারবো না কেনো? হ্যান্ডসাম কম নাকি আমি? তোর মা দেখবি আমাকে জামাই বানাের জন্য পিছু পিছু ঘুরবে। ভুবন কাঁপিয়ে হাসি বেড়োলো আমার। লাস্ট কথাটা শুনতে পাইনি হাসির ঠেলায়। হাসির জোরে ফোনটা ঠিক জায়গায় রইল না। হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাচ্ছে বললাম, — তা আপনি ওনার চেয়ে কম কিসের। বলেই জিহ্বায় কামড় দিলাম আমি। ইশ কি বলে ফেললাম। উনার মুখের গম্ভীর ভাব আরো বেড়ে গেছে। Jk:- পড়াশোনা কেমন তোর? কিসে পড়ছিস এবার? আমি মুখ ঠিক করে বললাম, — ইন্টার ফাস্ট ইয়ারের পরীক্ষা শেষ হলো। উনি মাথা নাড়ালো। চোখের পাতায়ও এক বিন্দু নড়চড় নেই। যেনো আমাকে এক স্ক্যানার দিয়ে মাপঝোক করছে। তারপরে গভীর গলায় বলল, Jk:- কলেজে কেউ পিছু নেয়? হতভম্ব হয়ে গেলাম। — হু? মানে? Jk:- মানে মানে করতে হবে না। যেসব ছেলেপেলে তোর আশেপাশে ঘোরাঘুরি করে, চোখ টিপে বা হাইহ্যালো করে? নাম বল। জোরপূর্বক হেসে বললাম, — আরে না না। উনি ভ্রুঁ উঁচিয়ে আমার চোখে চোখ রেখে বললেন, Jk:- হু। বৃষ্টিতে ভিজেছিস? আমি মাথা নাড়ালাম। কিছুটা বিরক্ত হলেন হয়তো উনি। রেগে গেছেন আবার। আসল রুপ বেরিয়ে আসছে, পাশ থেকে আম্মুর ডাক এলো, "কিরে গরম পানি বসাসনি এখনো?" আমি ফটাফট উত্তর দিলাম, — বসাচ্ছি আম্মা!! বলেই সামনের স্ক্রিনে তাকিয়ে বললাম, — আচ্ছা জাংকুক ভাই! ভালো থাকবেন সুস্থ থাকবেন। পারলে একটা পাত্রী খুইজেন! আবার কথা হবে,এখন আম্মুকে গরম পানি করে দেই, চেঞ্জ করতে হবে বৃষ্টিতে ভিজেছি! আল্লাহ হাফিজ!! একদমে সব বলে কেটে দিলাম ফোনটা। ★ আম্মুর কাছে কিচেনে যেতেই জিজ্ঞেস করলে, " কি বলল জাংকুক? " আমি পাত্তা না দিয়ে বললাম, — ওই আরকি কেমন আছি? কিসব? এগুলোই! আচ্ছা মা.. জাংকুক ভাই তো গেছে চার বছরেও এভাবে কল দিয়ে কথা বলেনি! আজকে কি হলো? আম্মু ভ্রুঁ কুচকালো, " কই বলেনি? বলেছে তো।মাঝে মাঝে আমার সাথে তোকে অনেকবার খুজেছিলে পায়নি। তুই তো হয়তো মাঠে ঘাটে বাচ্চাদের সাথে দৌড়াস নাহলে কলেজে।" আমি কিছু বললাম না, লোকটাকে অনেক ভয় পাই। ক্লাস সেভেন থেকেই অঘটন। একবার জামার হাত রেগে ছিঁড়ে দিয়েছিলো আমার। বলেছে কেনো এ জামা পড়েছি। অথচ জামাটা আমাকে প্রতিবেশি আন্টি জন্মদিন গিফ্ট করেছিলো। আরেকবার হাত বেঁধে নিজের সামনে বসিয়ে রেখেছিলো। কারণ বারণ করা সত্ত্বেও খেলতে গেছি নাহিদের সাথে। নাহিদ আমাদের প্রতিবেশির ছেলে। উনি রাগ অত্যন্ত ভয়াবহ। বড় আব্বুর থেকে পেয়েছেন এই ভয়ঙ্কর রাগ। আমি ক্লাস সেভেনে থাকা অবস্থায়ই দেশ ছাড়েন তিনি। "ও তো বাড়িতে আসবে সামনের সপ্তাহে, আমাকে জিজ্ঞেস করছিলো তোর কি লাগবে? জিহ্বা কামড়ে মাথায় হাত দিলাম আমি, — ওমাহ? আমি তো কিছু জানি না? উনি তো কিছু বলল না তেমন। মা বিরক্ত হলো, "তুই হয়তো সুযোগই দেসনি!" বিড়বিড় করে আওড়ালাম, — এই কথার সাথে তো আমিও সহমত। ★ রাতের বেলা ঘরে আসতেই মায়ের রাম ধমক পড়লে, " আক্কেল ছাড়া মেয়ে আমার! প্রাপ্তবয়স্ক মেয়ে এভাবে রাতে ঘুরঘুর করে?" — আরে মা নাহিদ ভাইয়াদের বাসায় গিয়েছিলাম। মা আরেকটু বকে তারপর বলল, "জাংকুক নাকি কল দিয়েছে কয়কবার তোকে! যা গিয়ে ধর।" কিছুটা বিরক্ত হলাম আমি। বললাম "পরে" বলেই নিজের কাজে ব্যাস্ত হয়ে গেলাম। একটু পর মা নিজের ফোন নিয়ে এসে বলল, " এই জাংকুক ফোন দিয়েছে ধর!" চলবে? 𝐅𝐅: ツ❝ #জাংকুক ভাই ♪✰ পর্ব-১ লেখিকা : নুসরাত জাহান।

About