—͞ ꕶuBoʀꪀꫝㅤ!! :
আমি আপনাকে এমন ভাবে চাই,,,যেনো আপনি পৃথিবীর শেষ ব্যক্তি যেনো নিঃশেষ এক প্রার্থনায় শেষ শব্দটিও কেবল আপনারই নাম....! আপনি বিহীন আমি অসম্পূর্ণ,,একটা গান যার শেষ কলিটা হারিয়ে গেছে,,,,,একটা স্বপ্ন গুমের আগেই যার না ভাঙন ঘটে একটা গল্প,,যে গল্পের কাগজে পৃষ্ঠা শেষ হলেও শেষ হয় না! অপেক্ষা আপনাকে ছাড়া বেঁচে থাকা দায়,,,,শ্বাস নেওয়া হয় ঠিকেই,, কিন্তুু তাতে প্রাণ থাকে না.! দিন আশে যায় তবু সময় থমকে থাকে আপনাহীন প্রতিটি খন একেকটা শতাব্দীর হয়ে যায়। আপনাকে পেয়ে গেলে এই জীবনে আমার আর কিছু চাওয়া থাকবে না।। না আকাশ না নক্ষত্র না স্বপ্ন শুধু আপনি,,,,,আপনার চোখের ভিতর নিজেকে হারিয়ে ফেললেই চলবে..!
2025-09-27 09:31:56