@missy_laplante: It may not be everyone’s cup of tea but it’s my dream home ❤️🇺🇸🏡 #Home #1950home #builtstrong #foryou

missy_laplante
missy_laplante
Open In TikTok:
Region: US
Friday 30 August 2024 02:00:31 GMT
2355
68
8
0

Music

Download

Comments

grassfedgirliee
GrassfedGirlie :
Beautiful !!!!
2024-08-30 03:09:49
2
susnlov9
🌸Susan🌸 :
love it so much!
2024-09-02 22:54:47
1
explorenaturewithchris
explorenaturewithchris :
Perfect home!
2024-08-31 15:41:49
1
arielshaffer2
Ariel Shaffer :
I am obsessing! I love the house so cute 😍
2024-08-30 04:07:27
1
kerrryp
❌ KerryP ❌ :
Beautiful 🥰🥰
2024-08-30 02:15:05
1
To see more videos from user @missy_laplante, please go to the Tikwm homepage.

Other Videos

[𝐎𝐧𝐞𝐬𝐡𝐨𝐭]হারিয়ে গেলে বুঝবে তুমি✿​᭄࿐ 𝐘/𝐧:এই যে শুনছেন...  বৃষ্টিতে একটু ভিজবো চলেন। 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:আমি যাবো না তুমিই যাও, বৃষ্টি আমার পছন্দ নয়। 𝐘/𝐧:আচ্ছা আপনি এত বোরিং কেন?  মানুষ এত বোরিং হয়! 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:কেন, যারা বোরিং তারা কি মানুষ নয়! 𝐘/𝐧:হুম মানুষ! আমার কি ইচ্ছে করে জানেন? 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:না বললে জানবো কী করে... 𝐘/𝐧:বেশ বলছি তবে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা শরীরে আপনি আমি মিলেমিশে একাকার হবো। পায়ে পা মিলিয়ে হাঁটবো, আপনি পেছন থেকে জড়িয়ে ধরবেন- বৃষ্টি ভেজা শাড়িতে আমায় মুগ্ধ হয়ে দেখবেন।  আমার লাজ্জা মাখা হাসিতে আপনি হারিয়ে যাবেন। ইশ! কী সুন্দর মূহুর্ত।  ইচ্ছে করে এমন একটি দিন আসুক আপনার আমার মাঝে। 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:শোনো 𝐘/𝐧 এসব রোমান্টিক ভালোবাসা আমার জন্য নয়।আমার যে এসব একদম পছন্দ নয় সেটা তুমি জানোই-তাই তুমি চাইলে বৃষ্টিতে ভিজতে পারো যাও।আমাকে বিরক্ত করো না।  𝐘/𝐧:বেশ একাই ভিজবো,  আর কখনো বলবো না... যেইদিন হারিয়ে যাবো সেইদিন বুঝবেন, ভালোবাসা কাকে বলে? মেঘ রঙের শাড়িতে একা একাই শূ'ন্য রাস্তায় হাঁটছে 𝐘/𝐧, ভারি বর্ষণে ব্যস্ত শহরটা পুরোই নিস্তব্ধ।  কারো আনাগোনা নেই রাস্তাঘাটে... চারিপাশের নিস্তব্ধতায় এক মূহুর্তের জন্য  𝐘/𝐧 হারিয়ে গেলো আকাশের মাঝে! হুম আকাশ।  যে 𝐘/𝐧 এর হৃদয় জুড়ে আছে,তাকে বাস্তবে না পেলেও,চোখ বন্ধ করে কল্পনায় আকাশকে ভাবনায় নিয়ে এলো,সে মানুষটা আর কেউ নায় তার নিজের স্বামী 𝐉𝐞𝐨𝐧 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤 ,বাস্তবে না পারলেও কল্পনায় হারিয়ে গেলো তার মাঝে,  এই কল্পনা যে কালবৈশাখী ঝড় নিয়ে আসবে বুঝতে পারলো না 𝐘/𝐧। হঠাৎ করেই শূ'ন্য রাস্তায় গাড়ি এসে নিয়ে গেলো একটি প্রাণ! নি'থ'র দেহ পড়ে রইলো... আহা জীবন! হয়তো '𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤'কে দেওয়া সেই কথাটাই রেখে গেলো 𝐘/𝐧
[𝐎𝐧𝐞𝐬𝐡𝐨𝐭]হারিয়ে গেলে বুঝবে তুমি✿​᭄࿐ 𝐘/𝐧:এই যে শুনছেন... বৃষ্টিতে একটু ভিজবো চলেন। 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:আমি যাবো না তুমিই যাও, বৃষ্টি আমার পছন্দ নয়। 𝐘/𝐧:আচ্ছা আপনি এত বোরিং কেন? মানুষ এত বোরিং হয়! 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:কেন, যারা বোরিং তারা কি মানুষ নয়! 𝐘/𝐧:হুম মানুষ! আমার কি ইচ্ছে করে জানেন? 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:না বললে জানবো কী করে... 𝐘/𝐧:বেশ বলছি তবে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা শরীরে আপনি আমি মিলেমিশে একাকার হবো। পায়ে পা মিলিয়ে হাঁটবো, আপনি পেছন থেকে জড়িয়ে ধরবেন- বৃষ্টি ভেজা শাড়িতে আমায় মুগ্ধ হয়ে দেখবেন। আমার লাজ্জা মাখা হাসিতে আপনি হারিয়ে যাবেন। ইশ! কী সুন্দর মূহুর্ত। ইচ্ছে করে এমন একটি দিন আসুক আপনার আমার মাঝে। 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤:শোনো 𝐘/𝐧 এসব রোমান্টিক ভালোবাসা আমার জন্য নয়।আমার যে এসব একদম পছন্দ নয় সেটা তুমি জানোই-তাই তুমি চাইলে বৃষ্টিতে ভিজতে পারো যাও।আমাকে বিরক্ত করো না। 𝐘/𝐧:বেশ একাই ভিজবো, আর কখনো বলবো না... যেইদিন হারিয়ে যাবো সেইদিন বুঝবেন, ভালোবাসা কাকে বলে? মেঘ রঙের শাড়িতে একা একাই শূ'ন্য রাস্তায় হাঁটছে 𝐘/𝐧, ভারি বর্ষণে ব্যস্ত শহরটা পুরোই নিস্তব্ধ। কারো আনাগোনা নেই রাস্তাঘাটে... চারিপাশের নিস্তব্ধতায় এক মূহুর্তের জন্য 𝐘/𝐧 হারিয়ে গেলো আকাশের মাঝে! হুম আকাশ। যে 𝐘/𝐧 এর হৃদয় জুড়ে আছে,তাকে বাস্তবে না পেলেও,চোখ বন্ধ করে কল্পনায় আকাশকে ভাবনায় নিয়ে এলো,সে মানুষটা আর কেউ নায় তার নিজের স্বামী 𝐉𝐞𝐨𝐧 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤 ,বাস্তবে না পারলেও কল্পনায় হারিয়ে গেলো তার মাঝে, এই কল্পনা যে কালবৈশাখী ঝড় নিয়ে আসবে বুঝতে পারলো না 𝐘/𝐧। হঠাৎ করেই শূ'ন্য রাস্তায় গাড়ি এসে নিয়ে গেলো একটি প্রাণ! নি'থ'র দেহ পড়ে রইলো... আহা জীবন! হয়তো '𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤'কে দেওয়া সেই কথাটাই রেখে গেলো 𝐘/𝐧 "যেইদিন হারিয়ে যাবো সেইদিন বুঝবেন," ভালোবাসা কাকে বলে! ১ বছর পর... আজও বৃষ্টি হচ্ছে আর 𝐉𝐮𝐧𝐠𝐤𝐨𝐨𝐤 ও ভিজছে,তবে তার স্ত্রীর সমাধির সামনে বসে,তার চোখ থেকে গরিয়ে পরছে অজশ্র অশ্রু কনা,আদোও কি কোনো মূল্য আছে এই অশ্রু কনার..? [𝐍𝐨𝐭𝐞:ভালোবাসতে হলে জিবিত থাকতেই বাসো মারার পর লা'শে'র সামনে বসে অযথা চখের জল ফেলার কোনো মানে হয় না]

About