@butterfly.rahaf: #مصر #rahaf27819 #اكسبلور #تركيا #السعودية

.rahaf🦋rahaf
.rahaf🦋rahaf
Open In TikTok:
Region: TR
Thursday 05 September 2024 17:54:06 GMT
8112
660
0
15

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @butterfly.rahaf, please go to the Tikwm homepage.

Other Videos

এই দেখো! আমি শান্ত হয়ে দাঁড়ালাম। চেয়ে আছি দূরের আকাশের দিকে। রাঙা রোদটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। সন্ধ্যা হচ্ছে এইবার। একবার ফিরে চাইলাম তোমার দিকে। তুমি ততক্ষণে হাঁটা দিয়েছো বাড়ির দিকে। আমার চোখে জল। অভিমান নয়। ব্যথার। আমি অনেক ব্যথা পেয়েছি। অবশ্য এর কারণ আমি নিজেই। তবুও ব্যথা পেয়েছি, এ তো খুব বেশী সত্যি। আমি ও কাঁদি জানো। আমার চোখে ও জল আসে। টপটপ করে কান্না ঝরে পড়ে পায়ের বুড়ো আঙুলের খুব কাছে। কখনও কখনও আঙুলের আগা ছুঁয়ে যায়। আমি বুঝতে পারি, অন্যদের মতো আমার চোখের জলেও কিছুটা উষ্ণতা আছে। তবে মানুষ আমায় কেন আবেগহীন বলে? আবেগ না থাকলে, বুকের ভিতরের ওম চোখের জলের সাথে বেরিয়ে কখনোই আসে না। জলের বুকের মধ্যে তাপ থাকে শরীরের ওম হয়ে। ওইটা বের হয়ে আসে। আমি আদপেই অন্ধকার খুঁজি কাঁদার জন্য। কেউ যেন দেখতে না পায়। কেউ যেন ব্যথা টের না পায়। দুহাত দিয়ে সজোরে চোখদুটো চেপে ধরি। আমার ও ইচ্ছে করে শান্ত হতে। কিন্তু মানুষ কই! হারিয়েছি সবাইকে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিঃস্ব আমি একদম একা। একটা ভাঙা কাঠ অবধি নেই। ভাসবো কীভাবে? আদেও ভাসতে পারবো তো? থাক, এইসব ভাববো না। ভালো লাগে না ভাবতে। এখন চিন্তা এই, চোখের জল যদি গরম না হয়ে সাধারণ হতো। তবে লোকের দেওয়া আবেগহীন তকমা টা ঘুচে যেত একেবারে! 😊🖤 #foryou #foryoupage #viral #videography #team_of_fx #fxmaruf09
এই দেখো! আমি শান্ত হয়ে দাঁড়ালাম। চেয়ে আছি দূরের আকাশের দিকে। রাঙা রোদটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। সন্ধ্যা হচ্ছে এইবার। একবার ফিরে চাইলাম তোমার দিকে। তুমি ততক্ষণে হাঁটা দিয়েছো বাড়ির দিকে। আমার চোখে জল। অভিমান নয়। ব্যথার। আমি অনেক ব্যথা পেয়েছি। অবশ্য এর কারণ আমি নিজেই। তবুও ব্যথা পেয়েছি, এ তো খুব বেশী সত্যি। আমি ও কাঁদি জানো। আমার চোখে ও জল আসে। টপটপ করে কান্না ঝরে পড়ে পায়ের বুড়ো আঙুলের খুব কাছে। কখনও কখনও আঙুলের আগা ছুঁয়ে যায়। আমি বুঝতে পারি, অন্যদের মতো আমার চোখের জলেও কিছুটা উষ্ণতা আছে। তবে মানুষ আমায় কেন আবেগহীন বলে? আবেগ না থাকলে, বুকের ভিতরের ওম চোখের জলের সাথে বেরিয়ে কখনোই আসে না। জলের বুকের মধ্যে তাপ থাকে শরীরের ওম হয়ে। ওইটা বের হয়ে আসে। আমি আদপেই অন্ধকার খুঁজি কাঁদার জন্য। কেউ যেন দেখতে না পায়। কেউ যেন ব্যথা টের না পায়। দুহাত দিয়ে সজোরে চোখদুটো চেপে ধরি। আমার ও ইচ্ছে করে শান্ত হতে। কিন্তু মানুষ কই! হারিয়েছি সবাইকে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিঃস্ব আমি একদম একা। একটা ভাঙা কাঠ অবধি নেই। ভাসবো কীভাবে? আদেও ভাসতে পারবো তো? থাক, এইসব ভাববো না। ভালো লাগে না ভাবতে। এখন চিন্তা এই, চোখের জল যদি গরম না হয়ে সাধারণ হতো। তবে লোকের দেওয়া আবেগহীন তকমা টা ঘুচে যেত একেবারে! 😊🖤 #foryou #foryoupage #viral #videography #team_of_fx #fxmaruf09

About