@alamin_15l: আচ্ছা আমাকে না দেখতে পেলে তোমার কি মন খারাপ হয়? আমার সাথে কথা বলতে না পেরে কখনো কি নিজেকে একা লাগে? তোমারও কি কখনো ইচ্ছে হয়েছে আমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে দু কদম স্বপ্নের পথে হাঁটতে? আমার ভীষণ ইচ্ছে হয় জানো! আমার ইচ্ছে হয় আমি মুগ্ধ হয়ে অপলক তোমায় দেখি, তোমার মেঘ কালো চুল গুলো ছুঁয়ে দিতে ইচ্ছে হয় ভীষণ। যদি পারতাম,. কোনো বাঁধনে যদি তোমায় বেঁধে রাখা যেতো তবে তোমাকে রেখে দিতাম প্রতিক্ষণ , আজীবন আমার করে। ভাবনার দিনশেষে তুমি ভীষণ দূরের মানুষ, তুমি দূর আকাশের তাঁরা, আমি তোমায় কাছে চাইলেও দূরের মানুষ তুমি দূরে দূরেই থাকো।#fouryou #foryoupage #music #trending #lyrics #plzunfrezemyaccount #its_yors_alamin #bd_editz_society