@shimul.sarker26: #CapCut লোকে বলে তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশেই তোমায় বলে দিবে।আমি এইস কথায় এক মত হতে পারি না।কারণ নিজের চেয়ে নিজেকে আর কে বেশি চিনে? কেউ না। কেউ যেমন তোমার ভিতে থাকা দুংখগুলো জানতে পারে না কোনোদিন ঠিক ঠিক তেমনি তুমি ভালো নাকি খারাপ এটাও তোমার চেহারা দেখে বলে দেওয়ার উপায় থাকে না তাদের হাতে। বাহ্যিক আচরণ উঁহু, এটাও ভুল উপায় আসলে।কারণ মানুষ মুখোশ পরতে ভালোবাসে।সে যেমন তার বুকের ক্ষত মুখের হাসি দিয়ে ঢেকে রাখতে পারে,তেমনি ভালো মুখোশ দিয়ে ভিতরের পশু'ত্বটাকেও আড়াল করতে পারে।কি লাভ দিনের আলোয় ভালো হয়ে রাতের আধারে কালো হয়ে যাওয়ায়! যে কালোতে সবার ভয়। তাহলে কিভাবে বাহ্যিকতা দিয়ে পুরো মানুষটাকে যাচাই করা যায়,এটা তেমন, য়েমন একটা প্রচলিত প্রবাদ আছে, চকচক করলেই সোনা হয় না।। তুমি কেমন এ প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। যদি খুজে না পাও। তবে আমি বলবো আয়নায় সামনে দাঁড়াও ঠান্ডা মাথায়। দীর্ঘ একটা শ্বাস নিয়ে আয়ানায় থাকা তুমিটাকে প্রশ্ন করো। যদি মাথা নিচু না হয় তবে বুঝবে এখনোও অনেক কথ বাকি।যে পথের পুরোটাই নিজেকে শুধরে নেওয়ার যুদ্ধ কের যেতে হবে তোমায়। আর যেদিন তুমি এ যুদ্ধে জিতে যাবে সেদিন আপনাআপনি তোমার ঠোঁটেট কোণে এক চিতলে হাসির রেখা স্পষ্ট হবে। ঠিক যেন তিষারের ভেতরে ফুটে থাকা লাল গোলাপ #สปีดสโลว์ #สโล #CapCut #trending #vairalvideo #foryou #vairalvideo #foryou