Mohon :
আমি এমন একটা পযায় আছি যেখানে আমি কিছুই করতে পারছি না। পরিবার আমাকে নিয়ে যে সপ্ন আশা পূরণ করতে ব্যাথ, না পারছি পরিবারে জন্য ভালো কিছু করতে, না পারছি নিজের ক্যারিয়ার করতে, নিজের সপ্ন গুলোও পূরণ করতে ব্যাথ। জীবন টা থমকে গেছে, কিছুই করতে পারছি না। আমার জীবনে অনেক গুলো ভুল,জীবনে লজ্জ ছাড়া কোনো দিন উন্নতি করতে পারি নাই। এসব ভাবলে খুব খুব খারাপ লাগে অনেক ডিপ্রেশনে আছি 😔।খুব ডিপ্রেশনে ভুগিতেছি। আমার সাথে যা হছে আমি নিজেও জানি না। কিছু দিন আগে ডিপ্রেশন কাকে বলে কখনো বুঝি নাই, সারা দিন ঘুরছি আনন্দ করছি বন্ধুদের সাথে আড্ডা দিছি খুব ভালো সময় পার করছি , কিন্তু এখন সব এলোমেলো সারাদিন ডিপ্রেশনে যাছে দিন। তবে শুধু মাএ প্রেম বিচ্ছেদের কারণে মানুষ যে ডিপ্রেশনে ভুগে বিষয় টা এমন না, এটা ভাবলে ভুল হবে। সবচেয়ে বড় ডিপ্রেশন হছে নিজের ক্যারিয়ার এর চিন্তা, পরিবারে সমস্যা গুলো আমার মতো মধ্যবিও পরিবারের সন্তানরা বুঝবে পরিবারের সমস্যা গুলো কি কি 😔।খারাপ সময়ে বন্ধু, পরিচিত লোক কখনো পাশে থাকে না অনেকের কাছে শুনছি, কিন্তু এখন বুঝা হয়ে গেছে পরিবার ছাড়া সবাই কালসাপ। মনে সব জমা আছে সময়, খারাপ লাগলেও দিন পার করি একদিন যদি খারাপ সময় শেষ হয়ে ভালো সময় আসে, সেই দিনটার অপেক্ষায় আছি 😅
2025-03-18 15:19:48