@culpeppersuk: Sometimes you just have to get sassy in class when dancin’ to this banger!! Dance ‘In The Dark’ - Courtney Rowe @Line Dance Courtney #culpeppersuk #culpepperclub #linedance #linedancing #basildon #essex #dance #sassy #charlixcx #inthedark #samsmith #popmusic #dancemusic #pop #proudtobealinedancer #tiktokdance #viral #trend #dancer #foruyou

CulpeppersUK
CulpeppersUK
Open In TikTok:
Region: GB
Wednesday 29 January 2025 11:36:06 GMT
2835
100
5
14

Music

Download

Comments

drmxciv
DrmXCIV :
Credit to the choreographer for allowing me to express the sass in the steps 😉
2025-01-29 20:19:11
2
cassthelinedancer
Cass the Linedancer :
❤️❤️❤️
2025-01-29 14:23:49
1
linedancecourtney
Line Dance Courtney :
💃🏻💃🏻💃🏻
2025-01-29 11:38:11
2
To see more videos from user @culpeppersuk, please go to the Tikwm homepage.

Other Videos

কলেজে একটা  ছেলেকে প্রথম দেখাতেই  ভালো  লেগে যায় |কিন্তু  তাকে এখনো  বলা হয়নি|বান্ধবীদের কাছে  সেয়ার করলাম | জানস তোরা ওই ছেলেটাকে আমার না অনেক  ভালো লাগে | বান্ধবী,ভালো লাগে তাহলে ওকে বলে দে | না,মানে আমি ওকে  বলবো বান্ধবী, হ্যা তুই, নয়তো আবার কে | আৃি কিন্তু কিভাবে   বান্ধবী, তাহলে আমরা গিয়ে বলি তোর কথা |  বলার পরে, ও যদি রাজি না হয় বান্ধবী, এত চিন্তা  করতেছিস কেন, যা হবার তা তো হবেই| না,না আমি বলতে পারবো না  বান্ধবী, তোর যা মন চায় তুই তাই কর |আমরা ক্লাসে  গেলাম|  পরের দিন কলেজে এসে ঠিক  করলাম আজ ওকে বলবোই| প্রপোজ  কিভাবে  করবো কখন  করবো এইসব  ভাবতাম কিন্তু  বলতে পারতাম না| এরপর আমি  প্রত্যেক    দিন কলেজে  সেজেগুজে  আসতাম |সবাই আমাকে দেখে সুন্দর  লাগছে এইসব  বলে প্রশংসা  করত |কিন্তু  ওইছেলেটা আমারদিকে তাকাতোই না|।  এক বুক কষ্ট  নিয়ে বান্ধবীদের সঙ্গে  একটা প্লান  করলাম |  আমি ওকে প্রপোজ  করবো যদি রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই দুজন মিলে প্রেম  করবো | আর যদি রাজি না হয়  তাহলে ওকে বলবোআমরা বান্ধবীরা টুত ও ডেয়ার খেলার সময় আমি ডেয়ার নিয়েছি তাই  ওরা আমাকে তোমায় প্রপোজ  করতে বলেছে | এই প্লান  করে এখন আর কষ্ট  নয় সাহস নিয়ে তাকে প্রপোজ  করব করব ভাব এ সময় সযার সবাইকে  ক্লাসে যেতে বললেন এবার ও আর প্রপোজ  করা হলো না | কলেজ শেষে  বাড়ি  চলে গেলাম | পরের দিন কলেজে এসে দেখলাম ওই ছেলেটা ফুল হাতে একটা মেয়ের সাথে কথা বলতেছে, আমি একটা মেয়েকে জিজ্ঞেস  করলাম ওই মেয়েটা কি ওকে প্রপোজ  করেছে,  মেয়েটি বলল, ফুল হাতে  দেখে তো তাই মনে হচ্ছে  | আমি পুকুর  পাড়ে গিয়ে কান্না করতেলাম | এসময় বান্ধবীরা এসে বলল, তুই কান্না  করতেছিস কেন  আমি কান্না  করবে না ওকে অন্য  একটা মেয়ে  প্রপোজকরছে, আর তেরা বলছিস আমি কান্না  করছি কেন  বান্ধবী, তুই কান্নাটা থামিয়ে  একটু পিছনে ঘুরে দেখ, পিছনে ঘুরে  দেখি ও দাঁড়িয়ে |  বান্ধবী, কি চমকে গেলি তো|  ও আমাকে প্রপোজ করছে,  আমি কি করব বুঝতে  পারছি না |আমার না সবকিছু স্বপনের  মতো লাগছে |  বান্ধবী,  এত কি ভাবছিস বলতো ফুলটা নিবি তো নাকি| আমি ফুল নিলাম |  এতদিন  ধরে  যাকে প্রপোজ  করব ভাবছিলাম  অবশেষে  তাকে পেয়েছি | গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন |
কলেজে একটা ছেলেকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় |কিন্তু তাকে এখনো বলা হয়নি|বান্ধবীদের কাছে সেয়ার করলাম | জানস তোরা ওই ছেলেটাকে আমার না অনেক ভালো লাগে | বান্ধবী,ভালো লাগে তাহলে ওকে বলে দে | না,মানে আমি ওকে বলবো বান্ধবী, হ্যা তুই, নয়তো আবার কে | আৃি কিন্তু কিভাবে বান্ধবী, তাহলে আমরা গিয়ে বলি তোর কথা | বলার পরে, ও যদি রাজি না হয় বান্ধবী, এত চিন্তা করতেছিস কেন, যা হবার তা তো হবেই| না,না আমি বলতে পারবো না বান্ধবী, তোর যা মন চায় তুই তাই কর |আমরা ক্লাসে গেলাম| পরের দিন কলেজে এসে ঠিক করলাম আজ ওকে বলবোই| প্রপোজ কিভাবে করবো কখন করবো এইসব ভাবতাম কিন্তু বলতে পারতাম না| এরপর আমি প্রত্যেক দিন কলেজে সেজেগুজে আসতাম |সবাই আমাকে দেখে সুন্দর লাগছে এইসব বলে প্রশংসা করত |কিন্তু ওইছেলেটা আমারদিকে তাকাতোই না|। এক বুক কষ্ট নিয়ে বান্ধবীদের সঙ্গে একটা প্লান করলাম | আমি ওকে প্রপোজ করবো যদি রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই দুজন মিলে প্রেম করবো | আর যদি রাজি না হয় তাহলে ওকে বলবোআমরা বান্ধবীরা টুত ও ডেয়ার খেলার সময় আমি ডেয়ার নিয়েছি তাই ওরা আমাকে তোমায় প্রপোজ করতে বলেছে | এই প্লান করে এখন আর কষ্ট নয় সাহস নিয়ে তাকে প্রপোজ করব করব ভাব এ সময় সযার সবাইকে ক্লাসে যেতে বললেন এবার ও আর প্রপোজ করা হলো না | কলেজ শেষে বাড়ি চলে গেলাম | পরের দিন কলেজে এসে দেখলাম ওই ছেলেটা ফুল হাতে একটা মেয়ের সাথে কথা বলতেছে, আমি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম ওই মেয়েটা কি ওকে প্রপোজ করেছে, মেয়েটি বলল, ফুল হাতে দেখে তো তাই মনে হচ্ছে | আমি পুকুর পাড়ে গিয়ে কান্না করতেলাম | এসময় বান্ধবীরা এসে বলল, তুই কান্না করতেছিস কেন আমি কান্না করবে না ওকে অন্য একটা মেয়ে প্রপোজকরছে, আর তেরা বলছিস আমি কান্না করছি কেন বান্ধবী, তুই কান্নাটা থামিয়ে একটু পিছনে ঘুরে দেখ, পিছনে ঘুরে দেখি ও দাঁড়িয়ে | বান্ধবী, কি চমকে গেলি তো| ও আমাকে প্রপোজ করছে, আমি কি করব বুঝতে পারছি না |আমার না সবকিছু স্বপনের মতো লাগছে | বান্ধবী, এত কি ভাবছিস বলতো ফুলটা নিবি তো নাকি| আমি ফুল নিলাম | এতদিন ধরে যাকে প্রপোজ করব ভাবছিলাম অবশেষে তাকে পেয়েছি | গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন |

About