@ch..amjedkhan:

✨️Amjed Khan✨️
✨️Amjed Khan✨️
Open In TikTok:
Region: GB
Saturday 29 March 2025 21:47:42 GMT
362
17
1
0

Music

Download

Comments

rukhsana1964
rukhsana1964 :
🥰🥰🥰
2025-03-29 23:42:10
1
To see more videos from user @ch..amjedkhan, please go to the Tikwm homepage.

Other Videos

আমাদের গল্প শুরু হয়েছিল এক অদৃশ্য স্পর্শে— যেখানে মুখোমুখি দেখা হয়নি কখনো, কথা হয়নি কোনো। তবু সেই অদৃশ্য ছোঁয়া ছড়িয়ে গিয়েছিলো আমার মনের এক গভীর কোণে, যা ছিল এক অতিথি পাখির মতো, হঠাৎ এসে আমার জীবনে বাসা বেঁধে, অচেনা ভালোবাসার গন্ধ ছড়িয়ে দিয়ে, বিনা কথায়, বিনা সাক্ষাৎকারে, শুধু অনুভূতিতে বাসা বাঁধল। ভালোবাসা যে শুধুই চোখের দেখা নয়, তুমি হয়তো বিশ্বাস করো না, কিন্তু না বলা কথার মধ্যে থেকেও জন্ম নেয় প্রেম, একটি অনুভূতি যা শব্দের চেয়ে বড়, একটি নদী যার স্রোত চলে নিঃশব্দ, আমার হৃদয়ের ভেতর, গভীর থেকে গভীরে, যেমন বয়ে চলে ধীরে ধীরে এক অদৃশ্য স্রোত। তুমি ছিলে সেই অদৃশ্য স্রোতের তীরে বসবাস করা সেই অতিথি পাখি, যে কখনো আমার সামনে এসে বসেনি, কথা বলেনি, শুধু ছিল তোমার অস্তিত্বের ছোঁয়া, যা আমার বুকে বাজতো এক অনশ্বর সুরের মতো। তুমি চলে গেলে, সেই সুরটা থেমে যায়নি, বুকের একাকীত্বে বেজে ওঠে তোমার অনুপস্থিতির ব্যথা, যা মাঝে মাঝে আমাকে বিষণ্ণ করে তোলে। আমি চেষ্টা করেছি নিজেকে বদলাতে, পুরোনো আমি আর নতুন আমি—দুইয়ের মাঝে এক লড়াই, যেখানে পুরানো স্মৃতি প্রতিনিয়ত ফিরে আসে, আর নতুন জীবনের স্বপ্ন আমাকে টানতে চায়। কিন্তু তোমার স্মৃতি, সেই অতিথি পাখির মতো, ভালোবাসার নীরব সুর হয়ে আমার হৃদয়ে গেঁথে আছে, যা ভাঙ্গার নয়, মুছার নয়, শুধু থাকে অবিচল। আমি আজও তোমাকে সামনে দেখি না, কথা বলি না, তবু ভালোবাসা থেকে যায় মনের গভীরে, একটি নিঃশব্দ প্রত্যাশায়, একটি অদৃশ্য অপেক্ষায়, যা হয়তো আর কোনোদিন পূর্ণ হবে না। আর আমি এখন অপেক্ষায় নেই, এই উপলব্ধি হয়েছিলো বহু আগে। কারণ তুমি—আমার অতিথি পাখি, একদিন উড়ে যাবে অন্য খাঁচায়, অন্য আকাশে, সেই খাঁচা যেখানে আমি পৌঁছাতে পারব না, সেই আকাশ যেখানে আমার ছোঁয়া পৌছাবে না। আর আমি তখন হয়ে যাবো দূরের এক ছায়া, এক দূরবর্তী পাখি, যে হারিয়ে গেছে সময়ের পাড়ে, যা আর ফিরে আসতে পারবে না। যদি কখনো তুমি ফিরে আসার চেষ্টা করো, সে দিন আর পারবে না, কারণ আমি তখন আর এখানে থাকবো না।অতীতের মায়া ভুলে গেছি, আর তুমি থাকবে শুধু দূরের মেঘের মতো, যা আমার আকাশে ছড়িয়ে যায়, কিন্তু আর ছোঁয়া যায় না। আমাদের ভালোবাসার গল্প হয়তো এতেই শেষ, একটি অদৃশ্য স্পর্শের গল্প, যা কখনো মুখোমুখি হয়নি, কথা বলেনি, তবু হৃদয়ের এক গভীর কোণে থেকে গেছে চিরদিনের স্বাক্ষর। #foryou
আমাদের গল্প শুরু হয়েছিল এক অদৃশ্য স্পর্শে— যেখানে মুখোমুখি দেখা হয়নি কখনো, কথা হয়নি কোনো। তবু সেই অদৃশ্য ছোঁয়া ছড়িয়ে গিয়েছিলো আমার মনের এক গভীর কোণে, যা ছিল এক অতিথি পাখির মতো, হঠাৎ এসে আমার জীবনে বাসা বেঁধে, অচেনা ভালোবাসার গন্ধ ছড়িয়ে দিয়ে, বিনা কথায়, বিনা সাক্ষাৎকারে, শুধু অনুভূতিতে বাসা বাঁধল। ভালোবাসা যে শুধুই চোখের দেখা নয়, তুমি হয়তো বিশ্বাস করো না, কিন্তু না বলা কথার মধ্যে থেকেও জন্ম নেয় প্রেম, একটি অনুভূতি যা শব্দের চেয়ে বড়, একটি নদী যার স্রোত চলে নিঃশব্দ, আমার হৃদয়ের ভেতর, গভীর থেকে গভীরে, যেমন বয়ে চলে ধীরে ধীরে এক অদৃশ্য স্রোত। তুমি ছিলে সেই অদৃশ্য স্রোতের তীরে বসবাস করা সেই অতিথি পাখি, যে কখনো আমার সামনে এসে বসেনি, কথা বলেনি, শুধু ছিল তোমার অস্তিত্বের ছোঁয়া, যা আমার বুকে বাজতো এক অনশ্বর সুরের মতো। তুমি চলে গেলে, সেই সুরটা থেমে যায়নি, বুকের একাকীত্বে বেজে ওঠে তোমার অনুপস্থিতির ব্যথা, যা মাঝে মাঝে আমাকে বিষণ্ণ করে তোলে। আমি চেষ্টা করেছি নিজেকে বদলাতে, পুরোনো আমি আর নতুন আমি—দুইয়ের মাঝে এক লড়াই, যেখানে পুরানো স্মৃতি প্রতিনিয়ত ফিরে আসে, আর নতুন জীবনের স্বপ্ন আমাকে টানতে চায়। কিন্তু তোমার স্মৃতি, সেই অতিথি পাখির মতো, ভালোবাসার নীরব সুর হয়ে আমার হৃদয়ে গেঁথে আছে, যা ভাঙ্গার নয়, মুছার নয়, শুধু থাকে অবিচল। আমি আজও তোমাকে সামনে দেখি না, কথা বলি না, তবু ভালোবাসা থেকে যায় মনের গভীরে, একটি নিঃশব্দ প্রত্যাশায়, একটি অদৃশ্য অপেক্ষায়, যা হয়তো আর কোনোদিন পূর্ণ হবে না। আর আমি এখন অপেক্ষায় নেই, এই উপলব্ধি হয়েছিলো বহু আগে। কারণ তুমি—আমার অতিথি পাখি, একদিন উড়ে যাবে অন্য খাঁচায়, অন্য আকাশে, সেই খাঁচা যেখানে আমি পৌঁছাতে পারব না, সেই আকাশ যেখানে আমার ছোঁয়া পৌছাবে না। আর আমি তখন হয়ে যাবো দূরের এক ছায়া, এক দূরবর্তী পাখি, যে হারিয়ে গেছে সময়ের পাড়ে, যা আর ফিরে আসতে পারবে না। যদি কখনো তুমি ফিরে আসার চেষ্টা করো, সে দিন আর পারবে না, কারণ আমি তখন আর এখানে থাকবো না।অতীতের মায়া ভুলে গেছি, আর তুমি থাকবে শুধু দূরের মেঘের মতো, যা আমার আকাশে ছড়িয়ে যায়, কিন্তু আর ছোঁয়া যায় না। আমাদের ভালোবাসার গল্প হয়তো এতেই শেষ, একটি অদৃশ্য স্পর্শের গল্প, যা কখনো মুখোমুখি হয়নি, কথা বলেনি, তবু হৃদয়ের এক গভীর কোণে থেকে গেছে চিরদিনের স্বাক্ষর। #foryou

About