🥲🍒নিখোঁজ 🥲🍒 :
শাড়ির ভাঁজে তুমি, এক কবিতা, এক জাদু,
চোখ পড়তেই মন বলে—এই মেয়েটা কেউ সাধু?
নাকি রূপের রং তুলিতে আঁকা কোনো গল্পের পরি,
যার চরণে ছায়া পড়ে, তার হৃদয়েও ঝড় ধরি!
তুমি হেঁটে যাও ধীরে, বাতাস থামে কিছুক্ষণ,
শাড়ির আঁচলে বাজে, যেন সুরের এক স্পন্দন।
কাজলের রেখা বলেছে, তুমি চোখের অভিশাপ,
দেখলেই মন হারায়, সময় নেয় বিশ্রাম।
তোমার খোঁপায় গাঁথা যত ফুল,
সবই যেন প্রেমের ভুল!
তুমি বুঝো না, হয়তো জানোই না,
তোমায় দেখে প্রতিদিন হৃদয় বলে—"হ্যাঁ, সে-ই না?"
একবার শুধু বলো, চোখে চোখ রেখে,
এই পথের প্রান্তে আমিই থাকি তোমার একমাত্র সাথী হয়ে—
তবেই না জীবনটা হয়ে উঠবে,
একখানা শাড়ির গল্পে লেখা চিরন্তন প্রেমের কবিতা।
2025-08-17 00:36:23