Md Moshaop :
দীর্ঘ দিন পরে অনলাইনে আসার পর একটা জিনিস বুঝতে পারলাম, আমরা যাদের নিয়ে ভাবি তারা আমাদের কথা মনে করে না, 😔এক সময় আমার ও কাচের অনেক মানুষ চিলো সব সময় খোঁজ খবর নিতো , কিন্তু এখন তারা সময়ের সাথে বদলে গেছে , 😔 কিন্তু কিচু মানুষ আচে, যারা আমাকে মনে রাখচে, অনলাইনে দেখি আমার খোঁজ নিচে তাদের প্রতি ভালোবাসা আছে থাকবে , আর যারা নেই নাই, তাদের প্রতি ও আমার ভালোবাসা আচে এবং সব সময় থাকবে ❤️হয় তো তার জানে না, তাদের কে আমি কতো টা মিস করি, 🥹 তাদের কে অনলাইনে দেখলে কথা বলা তীব্র ইচ্ছা থাকলে ও কথা বলতে পারি না 🥹 কারণ ওরা তো মনে রাখে নাই, তার পরে আমি তাদের প্রতি কোন কষ্ট না রেখে তাদের জন্য দোয়া চাই মহান আল্লাহ কাচে, তাদের যেনো সব সময় ভালো রাখে, কারণ ওরা আমার ভাই + বন্ধু ওদের খারাপ হক সেই টা তো আমি কখনো চাইবো না, সবশেষে একটা কথা বলি বন্ধুত্বের ভালোবাসা বা ভাইদের ভালোবাসা ক্যাপশন দিয়ে বোঝানো যায় না, তাদের প্রতি ভালোবাসা আচে থাকবে চিরকাল .. ❤️🫶🥹
2025-10-24 20:43:50