@user31778529317306: আজ 6 টা মাস তোমার সাথে কোনো যোগাযোগ নাই আমার, হয়তো আর কখনো যোগাযোগ হবে না, এইবার তোমাকে বুজানোর জায়গায় আমি নিজেকে বুজিয়ে নিলাম 😊❤️🩹 জানো আমি থাকতে চেয়েচি তোমার কাছে কিন্তু তুমি রাখো নাই 😅💔 কিন্তু হে আগে তোমাকে অনেক মিস করতাম তোমার কথা ভাবলেই আমার চোখে পানি চোলে আসতো 🥹দিনে কত বার তোমার ফ্রোফাইল চেক করতাম ইনবক্স চেক করতাম তুমি মেসেজ দিয়েছ কিনা অপেক্ষা করতাম তোমার একটা মেসেজ এর ভাবতাম হয়তো তুমি আমাকে আবার তোমার কাছে টেনে নিবে কিন্তু তুমি নাও নাই 💔😅তোমার ভিডিও তোমার পিক যখন আমার সামনে পড়তো আমার অজান্তেই আমার চোখে পানি চোলে আসতো তোমার কথা আমার ফ্রেন্ড রা বললে বুঁকের বিথর কেমন জানি করে উড়তো 😅কিন্তু এখন আর আগের মতো তোমাকে মনে পরে না তোমার ককথা ভাবলে চোখে পানি আসে তবে আগের মতো না 😊আগের মতো আমার ফ্রেন্ড রা তোমার কথা বললে বুঁকের বিথর দরপর করে না 😅 হয়তো আস্তে আস্তে তোমাকে আমি বুলে যাবো তুমিও আমায় বুলে যাবে এই ভাবে চোলে যাবে একদিন আমার অন্য কারো থাকে বিয়ে হয়ে যাবে তুমি অন্য নারীকে বিয়ে করবে চোলে যাবে এই ভাবে দিন গুলো কিন্তু থেকে যাবে হাজারো স্মৃতি হাজারো স্বপ্ন হয়তো বা আর কখনো স্বপ্ন গুলা পূর্ণ হবে না, 😅হবে না এক সাথে সংসার করা 😅😅