@mim7553775704929: স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত। তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না, কারণ স্বার্থ ফুরোলেই তারা মুখ ফিরিয়ে নেবে। যে আপনাকে ভালোবাসে, সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয়। আর যারা স্বার্থ দেখে, তাদের জায়গা হৃদয়ে নয়- জীবনের বাইরেই রাখা ভালো।