@mmcreation000: একটা মানুষ যখন সম্পর্কে থাকা অবস্হায় ইমোশনাল ভাবে ষ্ট্যাবল হতে না পেরে , বিভিন্ন সময়ে সময়ে অনুভব করায় , আপনি তার জীবনে বাস্তবে গুরত্ব পূর্ন কেউ না । তখন মানুষটাকে হাজারো ভালোবাসলেও তার প্রতি আর কোন অধিকার বোধ খাটাতে ইচ্ছে করবে না । মানুষটাকে আপনি প্রচন্ড ভালোবাসেন কিন্তু তারপরও মনে হবে ও মানুষটা পাশের বাড়ির কেউ । আপনার সবচেয়ে প্রয়োজনে আপনার যে প্রিয়জন আপনাকে জড়িয়ে ধরে বলতে পারেনি , আমি তো আছি ভয় কিসে ! আসলেই সে কখনো আপনাকে তার জীবনে প্রিয়জন বানাতে পারে নি। তাই ওই মানুষ গুলোকে তার জগতেই সুখী হতে দেওয়া উচিত । কারন জোর করে কারো প্রিয় হওয়া যায় না । জোর করে অধিকার প্রতিষ্ঠা করাও যায় না । মাঝে মাঝে এই অধিকার বোধ খাটাতে গেলে অপমানিত হয়ে নিজের কাছে ফেরত আসা লাগে । যেখানে আপনার প্রতি তার ইমোশন ও তার মুড সুয়িংয়ের মতন আনষ্ট্যাবল , সেখানে এক তরফা প্রেমের মতনই ব্যাপারটা।নিজেকে নিজে কষ্ট দেওয়া। তাই নিজেকে গুটিয়ে নেন । গভীরে জলে বারে বারে ডুব দিয়ে নিজের শ্বাস রোধ করার মতন সম্পর্ক থেকে লাভ নেই । বরং নিজেকে আগলে নিয়ে ভালো থাকুন । ~মাসুমা ইসলাম নদী #foryou #foryoupage #foryou #foryou