@_mahim_999: "হৃদয়ের ব্যথা মুখে প্রকাশ করা যায় না, সবাই হাসির মুখ দেখে, অশ্রুজল দেখতে পায় না। বন্ধুর ভিড়ে একাকীত্বই সবচেয়ে বেশি পোড়ায়, নিজের মানুষগুলোই আজ সবচেয়ে অচেনা হয়ে যায়।"নিশিথে চুপিচুপি স্বপ্ন এসে যায়, তুমি আমার মনের মাঝে নীরবে থাকায়। চোখের ইশারায় ভালোবাসা হয়, তুমি ছাড়া এই পৃথিবী শূন্য লাগে রয়।ভাঙা হৃদয়ের গান তুমি ছিলে চাঁদের আলো আমার রাতের একলা ভালো তুমি ছিলে বৃষ্টির গান কাঁদিয়ে গেলে নির্জন প্রাণ কথার মাঝে ছিলে কবিতা চোখের মাঝে স্বপ্ন জোছনা হাতের ছোঁয়ায় শান্তি পেতাম ভুলেও যেন কিছু ভেতাম হঠাৎ কেন বদলে গেলে? হৃদয় ভেঙে চলে গেলে? উত্তরহীন প্রশ্ন রাখি ভিজছে আজো বুকে রাখা যে পথ দিয়ে গেলে তুমি আজ সে পথে শুধু আমি পা ফেলে শুনি নিঃশব্দ হাঁটা নিঃশ্বাসে জেগে উঠে ব্যথা তোমার কথা, তোমার হাসি আজও হৃদয় দেয় যে বাসি চোখের জলে নামে শ্রাবণ তোমার নামে চিরকণ্ঠন ভালোবাসা কী এমন হয়? কাছে এসে দূরে যায়? প্রতিজ্ঞাগুলো আজও জাগে স্মৃতিরা আজ কান্না পাগে একলা আমি, একলা আকাশ নেই তো কেউ, নেই পরাশ বাতাস বলে, তুমি কই? কণ্ঠ রুদ্ধ, উত্তর নাই শব্দেরা আজ চুপসে গেছে প্রেম যেন এখন গল্প বেছে ভালোবাসা মিছে লাগে নিঃসঙ্গতা বুকে জাগে হারিয়ে তুমি সুখের ছায়া আমায় দিলে কষ্টের মায়া তবু আজো তোমায় চাই চোখ বুজলেই—তুমি নাই"তুমি ছিলে এক মায়াবতী, নিখুঁত ছিল তোমার অভিনয়। বুঝতে দাওনি কিছুই, অথচ আমি ঠিকই বুঝেছিলাম—তবু প্রকাশ করিনি, কারণ আমি চেয়েছিলাম তোমায় পেতে, হারাতে নয়।"চোখে জল না এসে, বুক করে হায়। নীরবতা চিৎকার, কারো শোনা হয় না, ভাঙা মন হাসে শুধু, আপন ব্যথা কয় না। সব আছে চারপাশে, তবুও শূন্যতা, একটু ভালোবাসা খুঁজে ফেরে প্রতিটা কথা। মন চায় না যেতে, চায় বাঁচতে শতবার, কি:তাকে এড়িয়ে চলতে পারি না, আবার কাছেও টানতে পারিনা। তাকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারি না, আবার পাওয়ার আশাটাও করতে পারছি না। তার খারাপ থাকার কথা শুনলেই অনুশোচনায় ভুগতে হয়, তার জন্য ভালো থাকার প্রার্থনা করতে গেলেই হাতটা একদম শূন্য মনে হয়।তাকে উপেক্ষা করতে চাই, সে অপেক্ষা হয়ে থেকে যায়। মস্তিষ্ক থেকে যখনই তাকে পুরোপুরি মুছে ফেলতে চাই,সে মস্তিষ্কে আরো বড় জায়গা দখল করে বসবাস শুরু করে দেয়। তাকে যতবার ছেড়ে পালাতে চাই তার ছায়া ততবার আমার সাথে সাথেই চলে আসে। আমি চললে সেও চলে আমি থেমে গেলে সেও থেমে যায়।তাকে তীব্র ঘৃণা করতে গিয়ে থমকে দাড়িয়েছি। তাকে অভিশাপ দিতে গিয়ে উচ্চারণ করার মত সব ভাষা হারিয়ে ফেলেছি।তার প্রতি আক্ষেপ জমাতে গিয়ে আরো ভালোবাসা জন্মিয়েছি। তাকে ভুলে যেতে গিয়ে আরো ভয়ংকর ভাবে তার মোহে ডুব দিয়েছি।আমি তারে যতবার উপেক্ষা করতে গিয়েছি ঠিক ততবার সে আমার অপেক্ষা হয়ে থেকে গেছে।😅মনে জদি চলে যায়, চেরা কাগজের মতন বুকে রয় ব্যথার ছায়। হাসিমুখে লুকাই যত, ভাঙা স্বপ্ন গুলো কাঁদে রাতের নিরবতায়। ভালো থাকা আর থাকা না— এ দুইয়ের মাঝে ঝুলে যায় দিন গুনা। তবুও বাঁচি, তবুও হাটি, চেরা মন নিয়েই স্বপ্নে আঁকি একটি নতুন পাতি।

CHOWDHURY ☠🤝
CHOWDHURY ☠🤝
Open In TikTok:
Region: BD
Monday 28 April 2025 11:21:07 GMT
181
16
0
3

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @_mahim_999, please go to the Tikwm homepage.

Other Videos


About