Broken Iife :
আমার তো দম বন্ধ হয়ে যায়, পেটের তাগিদে মা বাবা শহরে থাকে,আমি থাকি ৯ টা বছর দাদির সাথে বাড়িতে, আর এই কষ্ট মনে জীবনের বড় কষ্ট, কিশোর কালে মা বাবা কাছে পায়নি, অসুস্থ হলে যত্ন পায়নি, প্রতিদিন সকাল ৬ টায় কোচিং ৯ টা থেকে ক্লাস দুপুরে একবার খাওয়ার সময় পেতাম, সন্ধা সময় বাড়িতে আসতাম।এসেই গোসল তারপর আর ভালো লাগতো না, পরতে বসতাম, ১১-১২ টা সময় খাবার খেয়ে শুয়ে পরতাম, সপ্তাহের কাপড় সব পরিষ্কার করতাম, কারো হেল্প পেতাম না, তবে আমি রান্না পারতাম না, আমার দাদি সব সময় রান্না।করতো আমি খেতে পারতাম না, আমার দাদিরও বয়স হয়ছে, আমি বাড়িতে বাবাহীন মা হীন জীবনে।কষ্টে কাতরাইছি, আমারে সমাজের কিছু মানুষ আদর করলেও ৭০% শত্রু ছিলো তাদের কাছে অবহেলা পেতাম।আমার নিজের চাচাও আমাকে আদর করতো না, কারণ বাবার সাথে জমি নিয়ে।ঝামেলা ছিলো, আমারে আমার মা বাবা নিশ্ব করে দিছে একলা একলা থাকতে থাকতে আমি একাকিত্বে ডুবে গেছি আমার আর কোলাহল ভালো লাগে না, আমার কলেজ জীবন শেষ প্রায় এখন পরিক্ষা দিতাছি, মা বাবা এখন আমাকে তাদের কাছে নিতে চায় তবে আমার এখন একলা থাকতে ভালো লাগে, আমার এত শাসন আর দায়িত্ব নিতে ভালো লাগে না, আমি নিজের ভবিষ্যত নিয়া টেনশন করতে করতে জীবন প্রায় শেষ, আমাকে গুছিয়ে দেওয়ার মত কেউ নাই 😅 আমার মা বাবা থাকতে আমি এতিম 😅😅
2025-07-13 07:04:26