@sexy_orko_420: আজ আমাদের বিচ্ছেদের বহুদিন হয়ে গেল। এতদিন পরেও তোমাকে ভুলতে পারি নি। সময় এগিয়ে চলেছে, কিন্তু আমার অনুভূতিগুলো ঠিক সেই জায়গাতেই আটকে আছে, যেখানে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে।🥺 আমি জানি, তুমি এখন অন্য কারও সাথে আছো, অন্য কোনো জীবনে, যেখানে আমার জন্য কোনো জায়গা নেই। আর আমি জানি, এখন হয়তো তোমার পাশে কেউ এমন আছে,🦋 যে তোমার প্রতিটি মুহূর্তকে ভিন্নভাবে সাজিয়েছে, যার সাথে তুমি নতুন করে সুখী। সেই মানুষটা তোমার হাজবেন্ড তোমাকে আরও ভালো রাখবে, এটা আমি জানি। তবে, জানো, আমি কখনোই তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে চাইনি।❤️🩹 তবে, কিছু কিছু রাত আসে, যখন তোমার কথা না ভেবে পারি না। তোমার হাসি, তোমার কথা, তোমার ছোট ছোট অভ্যাসগুলো সবই মনে পড়ে যায়। কিন্তু, সেই স্মৃতিগুলোতে আর কোনো কষ্ট নেই, শুধুই এক ধরনের মিষ্টি অনুভূতি, যে অনুভূতি আমাকে তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা মনে করিয়ে দেয়।😥 কখনো কি এক মুহূর্তের জন্যও মনে পড়ে, কেউ ছিল, যে তোমাকে সত্যিকারের ভালোবেসেছিল? হয়তো তুমি আমাকে ভুলে গেছো, হয়তো তোমার মনে আর কোনো প্রশ্ন জাগে না। তবুও, আমি জানাতে চাই যে, আমি এখনো মাঝরাতে তোমার নাম ধরে নিঃস্বব্দে দীর্ঘশ্বাস ফেলি।🥺 আমি জানি, তুমি ফিরে আসবে না, আর আমি তোমার পথেও দাঁড়াব না। শুধু একটা কথাই জানিয়ে রাখতে চাই আমি এখনো তোমাকে মনে করি, এখনো তোমাকে মিস করি, এখনো আমার কোথাও একটা কোণে তুমি রয়ে গেছো।❤️🩹 তোমার নতুন জীবনটায়, নতুন মানুষটির সাথে সুখী হও। যদি কখনো পুরনো দিনের কথা মনে পড়ে, যদি কখনো এক ফাঁকা সন্ধ্যায় একলা অনুভব করো, জেনে রেখো কেউ ছিল, যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। 🖤🤍 .. .. #fyp#viral⚡#foryou🔥#foryoupage#tiktokbanadesh
sᴇxʏ oʀκo
Region: BD
Tuesday 13 May 2025 09:34:31 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @sexy_orko_420, please go to the Tikwm
homepage.