Aysha Islam :
তার এক্স ছিলো আমার মামাতো দেওরের বোন, ওরে নাকি আমার জামাই ফ্রেন্ড রিকুয়েষ্ট দিছে, তা আবার দেওর আমায় স্ক্রীণ শোর্ট দিলো, আমি তারে বললাম,, সে বললো বিশ্বাস করো ভুলে চলে গেছে, আর আসলেই এটা ভুলে গেছে, কিন্তু আমি এই নিয়ে ঝগড়া করছি তাই সে বলল তুমি আমায় বিশ্বাস করো না, আজ থেকে আমার ভালোবাসা থেকে তুমি বঞ্চিত,, সে বিদেশে,, আমার সাথে কথা বলতেই চায় না, অনেক কান্না করি, তাও বলে ফোন দিবি না, আচ্ছা আপনারাই বলেন এখানে কি আমার দোষ 😅
2025-06-23 02:10:45