পিচ্চি :
তোমারে পাইয়া গেলে বিরাট সমস্যা হইয়া যাইতো,সব কথা তোমারে বলা লাগতো, লেখার মতোন কিছুই পেতাম না, দুপুরে হয়তো পাইতাম ঠিকই , কিন্তু ছারখার করা দুপুর পেতাম না, বিকেলে নিয়ম করে হাঁটা লাগতো, বিকেলের বিষাদ পাইতাম না, সারারাত ফিসফিস করে তোমার সাথে কথা বলা লাগতো, রাত আমারে আর পাইতো কই, তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো আর কিছুই থাকতো না, আক্ষেপ এর অভাবে ফাঁকা ফাঁকা লাগতো * তোমার দিকে তাকাইলে, তোমার চোখে ডুইবা যাইতাম, পিংপ্লয়েডে আর ডোবা হয়তো না, তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসা কম লাগতো , তোমারে পেয়ে গেলে, তোমারে না পাওয়ার কষ্ট পেতাম না, ছোট্ট ছোট্ট কষ্ট আর জ্বালাতন করতো না, তোমারে পাইলে, আমারে সিগারেট পাইতো না, তাই আমার তোমার হওয়া হলো না 🙂
2025-06-26 08:49:52