🇸🇦..🫶 حببو فلوش..🎭 :
জানি না কতটা অভাবী ছিলাম,,! ভাবলাম তুমি তো আছো; কে জানতো, দেউ'লিয়া করে দিবে,! তোমাকে ভালোবেসে বিশেষ কিছু না পেলেও পেয়েছি একাকিত্ব, শূন্যতা। রোজ রাতে জেগে বসে তোমায় নিয়ে কতশত জল্পনা কল্পনা। মস্তিষ্কে নাড়া দেই তোমার রেখে যাওয়া স্মৃতিরা। তোমাকে ভালোবেসে যা পেয়েছি তা হলো নিদ্রাহীন এই ছারা আর কিছু না,! জানো,,? আজ বহুদিন পরে তোমাকে দেখলাম তুমি অনেক সুখেই আছো,। তুমি আমার সামনে দিয়ে চলে গেলা, কিন্তু আমারে চিনতে পারলে না। কারন তোমাকে এর আগে কখনো এই ভাবে লোকিয়ে থেকে দেখি নাই,! তোমার সাথে আর কোনো দিনও দেখা হবে না,, কারণ আমি যে তোমার থেকে অনেক দূরে চলে যাবো তাই তোমাকে শেষবার দেখতে গেছি, ভালোই হলো বলো,,? আমি না দেখলে বুঝতেই পারতাম না তুমি কতটা সুখি
আছো আমাকে ছারা..!!😅❤️🩹🥀
2025-05-20 13:04:11