@sara_kook6: #forever_love part 19 jungkook yn এর বুকে মুখ গুজে কান্না করছে। আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের সব রাগ অভিমান বিসর্জন দিচ্ছে। jungkook :আমি ভুল করছি তুমি আমারে মাইরো কাইটো যা খুশি করতা। আমারে ছাইড়া গেলা ক্যান। আমি তোমারে ছাড়া মইরা যাইতাম। আমার কেউ নাই তুমি ছাড়া। আমি কেমনে থাকুম। বলেই আবার হুহু করে কাদছে। yn এবার jungkook এর মুখটা ধরে চোখের জল মুছিয়ে দেয়। jungkook :ও বউ রাগ কইরো না আমারে মাফ কইরা দেও। yn:রাগ করিনি তো। jungkook :তাইলে আমারে ছাইড়া গেছিলা ক্যান। yn:আমি তো সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। jungkook :আমারে বইলা যাও নাই ক্যান yn:তুমি ঘুম ছিলে তাই। jungkook :আমি ভাবছি তুমি চইলা গেছ। তোমার আম্মা তোমারে আর আইতে দিব না একবার গেলে। আমি ভই পাইয়া গেছিলাম। yn:আরে বোকা। আমি সব ছেড়ে এসেছি কি চলে যেতে? jungkook :আমি ভাবছি গেছো গা। yn jungkook কে নিজের বুকে জরিয়ে ধরে jungkook :আমারে ওয়াদা করো আর যাইবা না আমারে ফালাইয়া। yn:আচ্ছা বাবা যাবো না। jungkook অনেক্ক্ষণ yn কে জরিয়ে ধরে রাখে এভাবে। yn:খাবে না?রান্না ও তো করতে হবে। jungkook :কাইল সারারাত ঘুমাইতে পারি নাই। ছাড়ুম না। yn:কাজে ও তো যাও নি আজ। jungkook :ওই মালিল কু*ত্তা°র বাইচ্চার গালাগাল শুনলে মাথা খারাপ হইয়া যায়। 300 cp for next part #foryou #foryou #foryou #foryou #foryou